সম্প্রতি গ্রেটার নয়ডায় ২৬ বছর বয়সি নিকি ভাটি পণপ্রথার শিকার হয়েছেন। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রেটার নয়ডায় বধূ হত্যার মামলার মীমাংসা হতে না হতেই উত্তরপ্রদেশে যৌতুক-সম্পর্কিত হিংসার ঘটনা আরও একবার প্রকাশ্যে এসেছে।এবার অভিযুক্ত খোদ পুলিশ কনস্টেবল। (আরও পড়ুন: মোদীকে 'অত্যন্ত দুর্দান্ত মানুষ' আখ্যা ট্রাম্পের, শুল্ক আরোপের আগে বললেন কী?)
আরও পড়ুন: জ্বালানি চুক্তি নিয়ে রাশিয়ার সাথে কথা US-র, 'ফেল করা' ট্রাম্পের দ্বিচারিতা সামনে
ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার নারাংপুর গ্রামে। পণের দাবিতে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বছর বত্রিশের ওই তরুনীর নাম পারুল। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। তাঁকে দগ্ধ অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করেন। পারুলের স্বামী দেবেন্দ্র উত্তরপ্রদেশ পুলিশের একজন কনস্টেবল। সম্প্রতি রামপুর থেকে বেরেলিতে বদলি হয়ে আসে দেবেন্দ্র। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। পুলিশের মতে, যৌতুকের দাবি পূরণ না হওয়ায় দেবেন্দ্র এবং তার আত্মীয়রা পারুলকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ। (আরও পড়ুন: 'এত শুল্ক চাপাব, মাথা ঘুরে যাবে', ভারত-পাক যুদ্ধের সময় নাকি হুমকি দেন ট্রাম্প)
আরও পড়ুন-'মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক!' গাজায় সাংবাদিক হত্যায় কড়া প্রতিক্রিয়া ভারতের
ইতিমধ্যে নির্যাতিতা তরুণীর ভাই ছয়জন অভিযুক্তের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। তারমধ্যে রয়েছে পারুলের স্বামী দেবেন্দ্র, শাশুড়ি এবং চার ভাসুর ও দেওর সোনু, গজেশ, জিতেন্দ্র এবং সন্তোষ। পুলিশ নিশ্চিত করেছে যে পারিবারিক সহিংসতা এবং হত্যার চেষ্টার গুরুতর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৬ অভিযুক্তই আপাতত নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।পারুলের মা অনিতা জানান, মঙ্গলবার ভোরে তিনি প্রতিবেশী মারফত মেয়ের এই অবস্থা হওয়ার খবর পান। এরপরেই তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন মেয়ে ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। তৎক্ষণাৎ পারুলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী। (আরও পড়ুন: আবার হতে পারে ভারত-পাক যুদ্ধ, বড় মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের)
আরও পড়ুন: ট্রাম্পের ৫০% ট্যারিফে ভারতের কোন কোন সেক্টর সবচেয়ে বেশি প্রভাবিত হবে?
পারুলের মা জানান, প্রায় ১৩ বছর আগে দেবেন্দ্রর সঙ্গে বিয়ে হয় পারুলের। এক ছেলে এক মেয়ে- যমজ সন্তানের বাবা মা ওই দম্পতি।অভিযোগ, বিয়ের ১৩ বছর পরেও পারুলের উপরেও পণ আদায়ের জন্য নির্যাতন করা হতো।স্থানীয়দের অভিযোগ, পারুলকে নির্যাতনের পরে তাঁর গায়ে আগুন লাগিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান দেবেন্দ্র ও তাঁর আত্মীয়রা। পারুলের চিৎকার শুনে তাঁকে এসে উদ্ধার করেন প্রতিবেশীরাই। গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যার পরপরই পারুলের ঘটনাটি ঘটল।
আরও পড়ুন: ভগবান রাম ও শিবাজি আর কতবার বাঁচাতে আসবেন? হিন্দুদের বার্তা মোহন ভাগবতের
২০১৬ সালে বিয়ে হয় নিকি ভাটির। তারপর থেকেই স্বামী বিপিন এবং শ্বশুরবাড়ির লোকেরা নিকির ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে অত্যাচার করত। নিকির পরিবার দাবি করেছে যে যৌতুক পূরণে তারা আগেই বিপিনকে একটি স্করপিও এসইউভি, একটি মোটরসাইকেল এবং গয়না দিয়েছিল। কিন্তু তাতেও বিপিন ও তার পরিবারকে খুশি করা যায়নি। পরে তাঁরা নগদ ৩৬ লক্ষ টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি দাবি করে। নিকির দিদি কাঞ্চনের রেকর্ড করা মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নিকিকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।