কোচবিহারে ছাত্রীর পর এবার রহস্যমৃত্যু ছাত্রের। একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত ছাত্রের নাম সৌরজিৎ পাল (১৯)। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট নিজের বাড়িতেই বিষ পান করেছিলেন আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার কুমারিজান গ্রামের বাসিন্দা ওই ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার মৃত্যু হয়েছে ওই ছাত্রের।
আরও পড়ুন: কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
জানা গিয়েছে, সৌরজিৎ বিষ পান করার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। টানা কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় সৌরজিতের। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মেধাবী ছাত্র হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পরিবারের পক্ষ থেকে এখনপি স্পষ্ট করে কিছু বলা হয়নি। কলেজ জীবনে তিনি কোনও অস্বাভাবিক চাপের মধ্যে ছিলেন কি না, সে প্রশ্নও উঠছে। কলেজের অধ্যক্ষ সুশোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া মেলেনি। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। মৃত ছাত্রের এক আত্মীয় জানিয়েছেন, পরিবার বুধবার সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য জানাবে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই একই কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছিল ছাত্রী অন্বেষা ঘোষের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও মৃতার বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের মৃত্যুর পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে। এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। এর আগে ২০১৯ সালেও একই কলেজে এক ছাত্র বিজন বারিক হস্টেল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। একাধিক পড়ুয়ার পরপর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।