অপরাধ জগতকে যেন নিজের ‘পেশা’ বানিয়ে নিয়েছিল সে। তিন বছর আগে নিজের নামেই ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের সুপারি নেওয়ার বিজ্ঞাপন দিয়েছিল। লেখা ছিল ‘হাফ মার্ডার, ফুল মার্ডার করা হয়’। সঙ্গে ফোন নম্বরও ছাপানো। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ক্যানিং থেকে কলকাতা পর্যন্ত। সেই কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ সেলিম মোল্লা ওরফে ‘বুলেট’ ফের পুলিশের জালে। এবার অস্ত্র-সহ ধরা পড়ল সে।
আরও পড়ুন: চাকদা থেকে বিপুল অত্যাধুনিক অস্ত্র উদ্ধার, ‘ম্যাগনেট খলিল’ কে? পুলিশ হেফাজত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলেটের বাড়ি ক্যানিংয়ের আমতলা এলাকায়। আগের মামলায় জামিনে মুক্ত হয়ে ফের এলাকায় সক্রিয় হয়ে ওঠে সে। মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় গোলাবাড়ি থানার পুলিশ। আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একাধিক কার্তুজ। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, নতুন কোনও দুষ্কৃতীপনার পরিকল্পনা করছিল কি না বুলেট। অস্ত্র কোথা থেকে এল, কারা এর সঙ্গে জড়িত সব দিকেই চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের এক আধিকারিক বলেন, এত সহজভাবে আগ্নেয়াস্ত্র মজুত করা যায় না। এর পিছনে বড় কোনও চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই বুলেটের নাম প্রথম শিরোনামে উঠে আসে বছর তিনেক আগে। তখন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার ছাপানো ভিজিটিং কার্ড। সেখানে প্রকাশ্যেই লেখা ছিল ‘সুপারি নেওয়া হয়, হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়’। এমনকি নিজের নাম ও মোবাইল নম্বর পর্যন্ত দিয়ে রেখেছিল সে। খবর ছড়াতেই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি পায় বুলেট। ফলে মঙ্গলবারের ঘটনায় ফের আলোচনায় উঠে এসেছে বুলেটের নাম। জামিনে ছাড়া পাওয়ার পরেও সে অপরাধ জগত ছাড়েনি বলেই মনে করছে পুলিশ। স্থানীয়দের মতে, তার দাপটে এলাকা দীর্ঘদিন আতঙ্কে ভুগছে।