‘রক্তবীজ ২’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর। ছবি মুক্তির আর এক মাসও দেরি নেই। এই মুহূর্তে যখন অন্য কলাকুশলীরা ছবির প্রচারে ব্যস্ত ঠিক তখনই সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেল কৌশানি মুখোপাধ্যায়কে। সঙ্গে ছিল কে?
সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। খুব সম্ভবত তাজপুর বা উড়িষ্যার কোনও অফ বিট স্থানে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। তবে সমুদ্র সৈকতে অভিনেত্রী একা নন, অভিনেত্রীর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেল তাঁর খুব ভালোবাসার কাউকে। কে সে?
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
না, এবার বনির সঙ্গে নয় বরং নিজের পোষ্যর সঙ্গে সমুদ্র সৈকতে বেশ কিছুটা সময় কাটাতে দেখা গেল অভিনেত্রীকে। এটা তাঁর পোষ্যর প্রথম সমুদ্র দর্শন, খুব স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা মুঠোফোনে ধরে রেখেছেন তিনি। শুধু তাই নয় এই আনন্দের মুহূর্ত সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করতে দেখা গেল কৌশানিকে।
কৌশানি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আমার সন্তানের এটা প্রথম সমুদ্র দর্শন। ওর মুখে যে আনন্দ ফুটে উঠেছিল, সেটা আমার কাছে সবথেকে স্পেশাল। আমি সেদিন খুব খুব খুশি হয়েছিলাম। ওকে এইরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পেরে আমি খুশি। যেভাবে ও দৌড়াদৌড়ি করেছে, আনন্দ করেছে, সমুদ্রের জলে আর বালিতে শুয়ে মজা করেছে, সেটা আমার কাছে একটা অনন্য অভিজ্ঞতা।’
কৌশানির ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেত্রীর ‘আদুরে’ সমুদ্র সৈকতে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের জলে কখনও সে ছুটে বেড়াচ্ছে কখনও আবার তাকিয়ে রয়েছে আকাশে। এই অনাবিল আনন্দ শুধু কৌশানির পোষ্যের জন্য নয়, স্পেশাল মুহূর্ত হয়ে উঠেছে অভিনেত্রীর কাছেও।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
প্রসঙ্গত, আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, কাঞ্চন মল্লিক এবং কৌশানি মুখোপাধ্যায়কে।