বক্সঅফিস কাঁপাচ্ছে দেবের ছবি 'ধূমকেতু' আর তার মাঝেই দেবের বহুল প্রতীক্ষিত আর এক ছবি রঘু ডাকাতের প্রথম গান এল প্রকাশ্যে। এই বছরের পুজোতেই বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’। বছর দুই আগেই ঘোষণা হয়েছিল এই ছবির। এমনকী, ছবির ফার্স্ট লুকও এসেছিল প্রকাশ্যে। আর তারপরই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ। তবে চলতি বছরেই খুলে যায় ‘রঘু ডাকাত’-এর ভাগ্যের দরজা। তারপর বাগদেবীর আরাধনার দিনই হয় ছবির শুভ মহরৎ। আর এবার প্রকাশ্যে এল 'রঘু ডাকাত'-এর গান 'জয় কালী'।
আরও পড়ুন: ডান্স বাংলা ডান্সের মঞ্চে ইয়ালিনি! যিশুর কোলে উঠে খুদে যা করল, ভাইরাল ভিডিয়ো
বুধবার 'জয় কালী' মুক্তি পেয়েছে। দেব তো বটেই তাছাড়াও এই গানে দেখা মিলেছে রূপা গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের। একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন নায়িকারা। ভক্তি ও শক্তির মেলবন্ধন এই গানকে এক অন্য মাত্রা দিয়েছে। দেবের 'ঢাকের তালে' থেকে ‘তুমি যে মা’র মত গান না হলে পুজো প্যান্ডেলের আনন্দ জমে না। আর এবার সেই তালিকায় এই গান যে জায়গা করে নিতে চলেছে তা বলাই বাহুল্য।
'কিশোরী'র পর ফের 'জয় কালী' গানের মধ্যে দিয়ে সঙ্গীত পরিচালক রথীজিৎ ভট্টাচার্য ম্যাজিক দেখিয়েছেন। সুগত গুহ গানের কথা লিখেছেন। গানটি গেয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য এবং রথীজিৎ ভট্টাচার্য।
প্রসঙ্গত, এর আগে প্রি-টিজার প্রকাশ্যে এসেছিল। সেখানে প্রি-টিজার শুরু হতেই গম্ভীর গলায় শুনতে পাওয়া যায় ‘ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?’
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
টিজারে বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। ইংরেজদের করা অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত সে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ দেখে শিহরিত হতে হয়। রঘু ডাকাত চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছিল দর্শকদের।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে এই ছবি প্রযোজনা করেছে। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে। ছবিটি