টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখন তিনি বাংলার লেডি-সুপারস্টার। অভিনয়ে পাশাপাশি তিনি প্রযোজনাও করছেন। স্বামী, পরিবার, দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে সমাল তালে দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবনও। তাঁর সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি 'ধূমকেতু' এখন চর্চায়। তাছাড়াও বর্তমানে তিনি জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'-এ বিচারকের পদে রয়েছেন। তবে সব কিছুর মাঝেও সন্তানদের সময় দিতে ভোলেন না নায়িকা। এমনকী এখন মাঝে মাঝেই মায়ের কর্মস্থলে দেখা মেলে ইয়ালিনি-ইউভানের। এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে যিশুর কোলে দেখা গেল খুদেকে।
এর আগে ফিল্ম ফেয়ারের সময় শুভশ্রীর নাচের রিহার্সালের ভিডিয়ো খুব ভাইরাল হয়েছিল। সেখানে দেখা মিলে ছিল ইয়ালিনির। সে মঞ্চের সামনে বাবা রাজের কোলে বসে মায়ের নাচ উপভোগ করছিল। তারপর'ধূমকেতু'র সাক্ষাৎকারের ফাঁকে শুভশ্রীর কোলে দেখা মেলে খুদের, সেখানে ইয়ালিনির দাদা রাজ-পুত্র ইউভানও হাজির ছিল। এবার ইয়ালিনি এল ডান্স বাংলা ডান্সের মঞ্চে। সেখানে সাদা টি-শার্ট ও জিন্সে দেখা মেলে একরত্তির। যিশুর কোলে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
ভাইরাল কলকাতা নামক এক পাপারাৎজি সংবাদ সংস্থার শেয়ার করা ভিডিয়োয় দেখা যায় যিশুর কোলে ইয়ালিনি। রাস্ট কালারের ব্লেজার পরে যিশু, অবাক হয়ে তাকিয়ে খুদের দিকে। তবে ইয়ালিনির তা নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ নেই, তাঁর দৃষ্টি মায়ের দিকে। আর তাঁদের এই মিষ্টি মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করতে দেখা যায় শুভশ্রীকে। দেখা যায় গালে হাত দিয়ে মেয়ের সঙ্গে যিশুর ভিডিয়ো করছে মা। শুভশ্রীর পরনে ছিল কালো রঙের গাউন।
কাজের সূত্রে সম্প্রতি শুভশ্রী-দেবের নতুন ছবি ধূমকেতু মুক্তি পেয়েছে। দেশু নস্টালজিয়ায় ভাসছে বাংলা। এই ছবি মুক্তির আগে থেকে বক্স অফিসে জাদু দেখিয়ে ছিল। প্রথম সপ্তাহেই প্রায় ১৫ কোটির বেশি টাকা আয় করেছে। তাছাড়াও নায়িকা সাংবাদিকের ভূমিকায় ধরা দিতে চলেছেন নতুন সিরিজে। এছাড়াও চলতি বছরের শীতে 'বিনোদিনী' রূপে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের না রে…’তে নজর কাড়তে চলেছেন নায়িকা।