১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তবে এখনও ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। তাই একরত্তিকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে খুদের ছবি এখনও প্রকাশ্যে না আনলেও নানা সময় তাঁর নানা ঝলক দেখা যায় পরম-পিয়ার পোস্টে। আর এবার সে রকমই একটি পোস্ট অনুরাগীদের সঙ্গে ভাগ করে তারকা দম্পতি তাঁদের পেরেন্টিংয়ের নানা মুহূর্ত তুলে ধরলেন।
বৃহস্পতিবার রাতে পিয়া একাধিক ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে প্রথম ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে বাবা পরম স্নেহে চুমু এঁকে দিচ্ছেন ছেলের গালে। তার পরের ছবিতেই দেখা যায় হাসি মুখে নিজস্বী তুলছেন পিয়া, আর তাঁর কোলে খুদে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরপরের ছবিতে একরত্তির ছোট্ট ছোট্ট দুটি মজা পরা পা দেখা যায়। তারপরের ছবিতে ফের পরমের কোলে খুদের দেখা মেলে। নায়ক তাঁকে ফিডিং বোতল থেকে দুধ খাওয়াচ্ছিলেন। আর শেষ ছবিতে পরম-পুত্রের সঙ্গীদের দেখা মেলে। নিশ্চয়ই ভাবছেন এই সঙ্গী আবার কারা? তার খেলার সঙ্গী একটা কুমীর আর একটা ভাল্লুক। যদি এই দুটি ছিল কুরুশের। এই সব ছবিগুলি দিয়ে ক্যাপশনে পিয়া লেখেন, ‘প্যারেন্টহুড’।
আরও পড়ুন: পার্কিং নিয়ে বিবাদের জেরে খুন হুমা কুরেশির খুড়তুতো ভাই! ২ জনকে গ্রেফতার করা হয়েছে
হ্যাঁ, মা-বাবা হলে দায়িত্ব অনেকখানি বেড়ে যায়। সন্তানের খাওয়া থেকে খেলা, ঘুম সবটার যত্ন নিতে হয়। আর পিয়ার শেয়ার করা এই ছবিগুলি যে সেই মাতৃত্ব- পিতৃত্বের সুন্দর কোলাজ তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হওয়ার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।
পিয়া পেশায় একজন সমাজকর্মী। একটি এনজিওর সঙ্গে কর্মরত তিনি। সেখান থেকে তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন মে মাস নাগাদ। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে, একটি বাড়ি কিনেছেন পরমব্রত আর পিয়া। যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাঁদের সন্তান। পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হয়ে ওঠে, মা-বাবার তারকা-খ্যাতির উপরে উঠে।