শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যাডস দা বলিউড’ খুব শীঘ্রই মুক্তি পাবে নেটফ্লিকসে। সম্প্রতি নির্মাতারা এই সিরিজের প্রথম গান ‘বদলি সি হাওয়া’ প্রকাশ্যে এনেছেন, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। সম্প্রতি বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান এই গানের তালে তালে নিজের রাঁধুনী দিলীপকে নাচ শিখিয়েছেন, যা দেখে কমেন্ট করেছেন স্বয়ং শাহরুখ খান।
মঙ্গলবার ইনস্টাগ্রামে ফারাহ একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে পরিচালকের বাড়ির কর্মীরা এসে বলেন, দিলীপকে দেখবেন চলুন। ফারাহ তখন বসে আরিয়ানের সিরিজের গানটি দেখছিলেন ফোনে। পরিচারিকার কথা শুনে তিনি ছুটে রান্নাঘরে যান এবং দেখেন দিলীপ রান্নাঘরের জিনিসপত্র হাতে নিয়ে ‘বদলি সি হাওয়া’ গানটির তালে তালে নাচ করছেন।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
দিলীপকে দেখে ফারাহ বলেন, ‘তুমি তো গানের ব্যান্ড বাজিয়ে দিয়েছো।’ এরপর ক্যামেরার দিকে তাকিয়ে পরিচালক বলেন, ‘আমি আরিয়ান এবং শাহরুখের থেকে ক্ষমা চাইছি, কিন্তু গানটা অসাধারণ। বন্ধুরা এক্ষুনি যাও এবং দেখো গানটি।’ ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে ফারাহ লেখেন, ‘দিলীপের এই কাজের জন্য আমি শাহরুখ ও আরিয়ানের থেকে ক্ষমা চাইছি। কিন্তু গানটি এতটাই ভালো যে দিলীপ নিজেকেই ধরে রাখতে পারেনি।’
ফারাহ খানের এই ভিডিয়ো পুনরায় পোস্ট করে শাহরুখ খান লেখেন, ‘তোমার ক্ষমা চাওয়া উচিত কারণ ৩০ বছর ধরে আমাকে পরিচালনা করার সময় তুমি দিলীপের মতো এত সুন্দর স্টেপ আমাকে শেখাও নি!!! এখনও তোমাকে ভালোবাসি।’ শাহরুখের পাশাপাশি করণ জোহরও কমেন্ট করেছেন এই ভিডিওতে।

করণ লেখেন, ‘আমি দিলীপের নাচের ভক্ত হয়ে গেলাম। একদিন ওর সঙ্গে নাচ করতে চাই।’ রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফ থেকে কমেন্ট করা হয়েছে, ‘দিলীপই হল আসল শো স্টপার। বিগ ফ্যান।’ আরিয়ানও একটি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: 'বাবু ভালো থাকিস...', প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ প্রসেনজিৎ
আরও পড়ুন: বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিতিক্ষা, কোন ছবিতে, কার বিপরীতে দেখা যাবে তাঁকে?
প্রসঙ্গত, এই সিরিজে অভিনয় করবেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর, সলমন খান, রণবীর সিং এবং করণ জোহর। সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে।