ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিতিক্ষা দাস। শুধু অভিনয়ের জন্য নয়, সৌন্দর্যের জন্যেও এই অভিনেত্রী ভীষণ জনপ্রিয়। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে তিতিক্ষার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। এবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।
কয়েক মাস আগেই শেষ হয়েছে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে আঁখি চরিত্রে অভিনয় করে ফের সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও শুধু ধারাবাহিকে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি তিনি। ‘গভীর জলের মাছ’, ‘কাবেরী’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিতিক্ষা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
এবার ছোট পর্দা এবং ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তিতিক্ষার। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘মন মানে না’ ছবিতে নাকি অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়ার এটি প্রথম কাজ। অন্যদিকে ঋত্বিকের এটি প্রথম বাংলা ছবি। জানা গিয়েছে, এই সিনেমাতেই নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিতিক্ষা। ঋত্বিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
চলতি বছর নভেম্বর মাসে মুক্তি পাবে এই সিনেমাটি। এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির একটি দৃশ্যে মেয়ের সঙ্গে অভিনয় করতেও দেখা যাবে অভিনেতাকে। সবমিলিয়ে এই সিনেমাটি ভীষণ স্পেশাল হতে চলেছে কলাকুশলীদের কাছে।
প্রসঙ্গত, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, প্রীতি সরকার, সুদীপা বসু। কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে মেখলা বসু, যিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি। সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। কিছুদিন আগেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে, এবার শুরু হবে এডিটিংয়ের কাজ।
উল্লেখ্য, ছবির শ্যুটিং শেষে হিয়া আবেগতারিত হয়ে লিখেছিলেন, ‘ Mon Maaney Na শুধু একটা গল্প ছিল না, যেখানে আমরা প্রাণপণ পরিশ্রম করেছি—রক্ত, ঘাম, অশ্রু সব দিয়েছি (আক্ষরিক অর্থেই)। গত কয়েক মাস ধরে এটাই ছিল আমার জীবনের কেন্দ্রবিন্দু, আর আমি জানি এটি সবসময়ই আমার হৃদয়ে থেকে যাবে।’আমরা আর অপেক্ষা করতে পারছি না—১৪ নভেম্বর থেকে দেখুন MON MAANEY NA!’