গতবছর ৯ অক্টোবর সারা বিশ্বের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন অন্যতম প্রবীণ ব্যবসায়ী রতন টাটা। রতন টাটার মৃত্যু ভারতের কাছে যে একটি অপূরণীয় ক্ষতি তা বলাই বাহুল্য। তবে আবার রতন টাটাকে আপনি দেখতে পাবেন চোখের সামনে, তবে এবার রুপোলি পর্দায়। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, বড় পর্দায় আসতে চলেছে রতন টাটার বায়োপিক।
রতন টাটার মৃত্যুর পর থেকেই শোনা যাচ্ছিল যে প্রবীণ এই ব্যবসায়ীর বায়োপিক নাকি খুব শীঘ্রই আসতে পারে বড় পর্দায়। তবে বায়োপিক তৈরি হলে অন্ততপক্ষে তিনজন অভিনেতাকে প্রয়োজন কারণ রতন টাটাকে তরুণ, পূর্ণবয়স্ক এবং প্রবীণ এই তিনটি রূপে তুলে ধরার জন্য প্রয়োজন ৩ জন তারকাকে। কিন্তু কে হবেন এই তিন তারকা?
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
বেশ কিছু মাস ধরে বিভিন্ন সূত্র মারফত জানা যায়, তরুণ রতন টাটার চরিত্রে নাকি অভিনয় করতে পারেন জিম সার্ভ। রতন টাটার চেহারার সঙ্গে এই অভিনেতার অসম্ভব মিল রয়েছে বলেই দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। তবে তরুণ রতন টাটার চরিত্রে জিম অভিনয় করলেও সিনিয়র রতন টাটার চরিত্রে রোমান ইরানি অথবা নাসিরউদ্দিন শাহকে মানাবে বলেই মনে করছেন অনেকে।
সম্প্রতি বলিউড বাবলের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সত্যি যদি এটা হয় তাহলে খুব ভালো হবে। আমি যখন ছোট ছিলাম তখন রতন টাটার ছবি দেখে মনে হতো ওঁর সঙ্গে একটা আশ্চর্য মিল রয়েছে আমার। সুযোগ পেলে অবশ্যই আমি অভিনয় করতে চাই। রতন টাটার চরিত্রে অভিনয় করা আমার কাছে স্বপ্ন।’
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
তবে রতন টাটার বায়োপিক নিয়ে জল্পনা কল্পনা চললেও প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। এমনকি অভিনেতাদের নিয়েও কোনও আলোচনা করা হয়নি। তবে এই প্রজেক্টটি শুরু হলে তরুণ রতন টাটার চরিত্রে জিমকে যে বেশ ভালই মানাবে সেই বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই।