মানুষের মুখ নাকি সারা জীবনে ৭বার পাল্টায়, এই জন্যই হয়তো অনেক সময় ছোটবেলার ছবি দেখে চেনার উপায় থাকে না যে মানুষটি কে? আজ এমনই একটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাকে দেখে চিনতে গিয়ে আপনিও হয়ত হোঁচট খাবেন।
ছোটবেলার স্মৃতি চিরকালই মধুর হয়। সাদামাটা পোশাকে তোলা এই ছবি অস্পষ্ট হলেও তা অভিনেত্রী মনের ভীষণ কাছের। সোশ্যাল মিডিয়ার যুগে একাধিক তারকাকে দেখা যায় ছোটবেলার ছবি পোস্ট করতে। এই ছবিটিও একজন নামী বলি অভিনেত্রীর। তিনি অবশ্য বর্তমানে অভিনয় থেকে বহু দূরেই রয়েছেন।
আরও পড়ুন: বাবিলের সরে দাঁড়ানোয় স্থগিত ছবির কাজ, অনিশ্চিত আরও এক অভিনেতার ভবিষ্যৎ, কে তিনি?
আরও পড়ুন: করণের জন্মদিনে হাজির ফারাহ, দরজা খুলতেই কেন বন্ধুকে ‘জেব্রা’ বলে ডাকলেন পরিচালক?
আরও কিছু ক্লু হল, এই অভিনেত্রীই একদিন বলিউডে বহু সাহসী দৃশ্য অভিনয় করেছেন। আবার মি টু মোমেন্টের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও এনেছিলেন তিনি। যদিও পরে মামলায় হেরেও যান এই নায়িকা।
২০০৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জিতেছিলেন তিনি। যদিও পরে অংশগ্রহন করলেও মিস ইউনিভার্স-এর খেতাব জিততে পারেননি, তবে শীর্ষ ১০ - এর মধ্যেই জায়গা করে নিয়েছিলেন। এবার চিনেছেন নিশ্চয়। হ্য়াঁ, আপনাদের এতক্ষণ তনুশ্রী দত্তর কথাই বলা হচ্ছিল।
২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাসমির বিপরীতে সাহসী দৃশ্যে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান নায়িকা। একটা সময় এমনও ছিল, যখন তাঁকে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে একজন বলে গণ্য করা হতো। তবে এত জনপ্রিয়তার পরেও বলিউডে নিজের জায়গা পাকা করতে পারেননি অভিনেত্রী।
আরও পড়ুন: চমক দিয়ে ছোট পর্দায় কৌশানি? কোন চ্যানেলে কোন ধারাবাহিকে দেখা যাবে?
আরও পড়ুন: ছোট পর্দায় চমক নিয়ে ফিরছেন অরিজিতা, রাণী ভবানীতে ধরা দেবেন কোন চরিত্রে?
হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন তনুশ্রী দত্ত। তবে একসময় বলিউড থেকে নিজেকে সরিয়ে ফেলেন। পরে বিদেশে পাড়ি দেন তনুশ্রী দত্ত। আপাতত আমেরিকায় বসবাস করেন এই প্রাক্তন অভিনেত্রী।