শিবপ্রসাদ নন্দিতার ‘বহুরূপী’ ছবিটি যেন গোটা জীবনটাই পাল্টে দিয়েছে কৌশানি মুখোপাধ্যায়ের। শিবপ্রসাদের বিপরীতে কৌশানিকে দেখে একপ্রকার চমকে গিয়েছিলেন দর্শকরা। তারপরেই ‘কিলবিল সোসাইটি’-তে অসাধারণ অভিনয় করে নিজেকে প্রমাণ করেন কৌশানি। তবে এবার বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে ছোট পর্দায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। আসছে নতুন চমক!
গত ১৭ মে বাড়িতে জন্মদিন কাটিয়ে আপাতত বিদেশে রয়েছেন অভিনেত্রী। প্রেমিক তথা বন্ধু বনি সেনগুপ্তের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন কৌশানি। তবে ছুটি শেষ হলেই তিনি আবার ফিরবেন কাজে। আর এখানেই রয়েছে বড় চমক। যেখানে বড় পর্দায় একের পর এক সিনেমা তিনি উপহার দিচ্ছেন মানুষকে, সেখানে নাকি হঠাৎ ছোট পর্দায় দেখা যাবে কৌশানিকে।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
তবে ধারাবাহিক নয়, সান বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ নামক একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসতে চলেছেন কৌশানি। সুদীপ্তা উপস্থাপিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশার সাধারণ মহিলারা আসেন কিছুটা সময় আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।
জানা গিয়েছে, ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ অনুষ্ঠানের ফিনালে পর্বের বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে কৌশানিকে। যদিও ইতিমধ্যেই শ্যুটিং পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। মে মাসের শেষের দিকেই নাকি সম্প্রচারিত হবে অনুষ্ঠানের বিশেষ পর্বটি।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
সান বাংলা পরিচালিত এই বিশেষ অনুষ্ঠানটি প্রসঙ্গে জিজ্ঞাসা করায় কৌশানি বলেন, ‘সুদীপ্তাদির অনুষ্ঠানে যেতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি। মনে হলো যেন আমিও লক্ষ্মী লাভ করলাম। সুদীপ্তাদির পরিচালনা দুর্দান্ত।’
প্রসঙ্গত, আগামী ৩১ মে সন্ধে ছটায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানের বিশেষ পর্ব। অনুষ্ঠানের বিজয়িনী জিততে পারবেন ২ লাখ টাকা। তবে বিগত কয়েক মাসে যারা এই অনুষ্ঠানে এসেছেন অংশগ্রহণ করতে, তাঁরা কেউ খালি হাতে ফিরে যাননি। সকলেই কিছু না কিছু নগদ পুরস্কার পান।