প্রথমে মানা করলেও পরে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রাজি হয়েছিলেন আলিয়া ভাট। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তিনি উড়ে যান ফ্রান্সে। কানে আলিয়ার চোখ ধাঁধানো উপস্থিতি মন্ত্রমুগ্ধ করে দেয় সকলকে। এবার ফ্রান্স থেকে স্পেনে উড়ে গেলেন আলিয়া। গন্তব্য বিয়েবাড়ি।
আলিয়ার বন্ধু তানিয়া সাহা গুপ্তা এবং ডেভিড অ্যাঞ্জেলভের বিয়ে উপলক্ষে তিনি উড়ে দিয়েছেন স্পেনে। বিয়ে বাড়ির বেশ কিছু ছবি আপনি দেখতে পাবেন অভিনেত্রীর X হ্যান্ডেলে। নববধূর পাশাপাশি আলিয়ার ফাটাফাটি লুক আপনাকে মুগ্ধ করবেই।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
X হ্যান্ডেলে যে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, তানিয়া এবং ডেভিড দুজনেই পিচ এবং সোনালী রঙের পোশাক পরেছেন। দুজনকেই বেশ সুন্দর দেখতে লাগছে নব দম্পতির সাজে। গোটা বিয়ে বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে। তবে এই সবকিছু পেরিয়ে আপনার চোখ আটকে যাবে আলিয়ার দিকে।
আলিয়ার শেয়ার করা স্লো মোশনের ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেত্রী তাঁর বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে আলিয়ার ওপর ফুলের পাপড়ি বর্ষণ করা হয়, যা দেখে হেসে ওঠেন অভিনেত্রী। অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন একটি রঙিন লেহেঙ্গা। মাথায় ব্যান্ডেনা এবং চোখে সানগ্লাস দিয়ে আলিয়াকে দেখতে লাগছিল অষ্টাদশী কোনও কন্যার মতো।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
প্রসঙ্গত, খুব শীঘ্রই আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ নামক একটি ছবিতে অভিনয় করতে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম সংযোজন হতে চলেছে এই সিনেমাটি। ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বড় পর্দায়। এছাড়া রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও কাজ করতে দেখা যাবে আলিয়াকে। এই ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় লীলা বনশালি।