টলিউডের চর্চিত জুটির মধ্যে অন্যতম হল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের জুটি। প্রথম থেকেই এই জুটি একাধিক বিতর্কে জড়িয়েছিল। যদিও সবকিছু পিছনে ফেলে আজ একমাত্র সন্তানকে নিয়ে হ্যাপি লাইফ দুজনের। অভিনয় ছাড়া প্রযোজনা সংস্থাও চালান তাঁরা, যার অধীনে সম্প্রতি মুক্তি পেয়েছে যশ-নুসরতের নতুন ছবি ‘আড়ি’।
এতকিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও যখন হঠাৎ করে একে অপরকে আনফলো করে দেন এই তারকা দম্পতি, তখন থেকেই ব্যাপারটা চোখে পড়ে সকলের। যদিও পরে অভিনেত্রী ফলো করলেও অভিনেতা আর ফলো ব্যাক করেননি। এর পরেই একটি ফ্যাশন শোয়ে নুসরতের সঙ্গে হাঁটার কথা থাকলেও সেই অনুষ্ঠানে যাননি যশ, ফলে সন্দেহ আরও প্রবল হয়।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
এরপর একের পর এক ইঙ্গিতবহ ছবি পোস্ট করতে দেখা যায় নুসরতকে। গত কয়েকদিনে অভিনেত্রী যে তিন-চারটি ছবি শেয়ার করেছেন তার মধ্যে একটিতে লেখা ছিল, ‘যেদিন অন্ধ মানুষটি দেখতে শিখে যায় সেদিন সে প্রথমে যে জিনিসটি ছুঁড়ে ফেলে দেয় সেটি হল লাঠি।’
দ্বিতীয় পোস্টে লেখা ছিল গীতার শ্লোক। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘যেটা আপনার হাতে নেই, নিয়ন্ত্রণে নেই, সেটার কাছে সমর্পণ করুন। এতে স্বস্তি ও স্বাধীনতা পাওয়া যায়।’ তবে সবকিছু ছাড়িয়ে যখন যশ প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান এবং অন্যদিকে মা-বাবা এবং ছেলেকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান নুসরত, তখন যেন সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যায়।
তারকার যুগলের মধ্যে বিচ্ছেদ এসেছে এটি তো মোটামুটি সকলেই বুঝে গিয়েছিলেন, তবে এর পেছনে কে ছিলেন জানেন? সবকিছুর মূলে নাকি যশের প্রাক্তন প্রেমিকা। প্রাক্তন প্রেমিকার সঙ্গে অভিনেতার খোলামেলা মেলামেশা একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর, সেই বিষয় নিয়েই মূলত সূত্রপাত সমস্যার।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
তবে এবার নুসরত যা পোস্ট করলেন তাতে মনে হচ্ছে, এবার হয়ত কালো অন্ধকার সরে গিয়ে আলোর দিশা দেখবে তারকা যুগলের সম্পর্ক। মঙ্গলবার সকালে নুসরত একটি বিখ্যাত উক্তির কয়েক লাইন তুলে ধরেছেন সমাজ মাধ্যমের পাতায়।
অভিনেত্রী লেখেন, ‘কলম তরবারির থেকে শক্তিশালী নয়। আবার কলম যুদ্ধ জিততে পারে না। ঠিক যেমন কবিতা লিখতে পারে না তরবারি। তাই শক্তিশালী হাতে জানে কখন কলম তুলে নিতে হবে আর কখন তরবারি।’ এই উক্তির মাধ্যমে অভিনেত্রী সম্ভবত বোঝাতে চাইছেন, প্রয়োজনে তিনি যেমন নরম হতে পারেন তেমন তিনি শক্ত হাতে সবকিছু সামাল দিতেও পারেন।
তবে আপাতত তিনি নরম হবেন নাকি শক্ত হাতে ব্যাপারটা সামলাবেন সেটা আর কিছুদিন গেলেই বোঝা যাবে। অভিনেত্রী কলম আর তরবারি নিয়ে ইঙ্গিতবহ পোস্ট করলেও যশের ছবিটি দেখে মন ভালো হয়ে যায়। মঙ্গলবার এক চিলতে রোদের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা যায় অভিনেতাকে। যশের এই ছবি যেন যুদ্ধ শেষের হাসির ইঙ্গিত বয়ে নিয়ে আসছে।