টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। টি ২০ এর পর ক্রিকেটের এই ফরম্যাট থেকেও তিনি সরে দাঁড়াতেই মন খারাপ তাঁর অনুরাগীদের। একই অবস্থা তারকাদের মনেও। সৃজিত মুখোপাধ্যায় থেকে ভিকি কৌশল সহ কে কী লিখলেন?
আরও পড়ুন: কোহলি অবসর ঘোষণা করতেই অনুষ্কাকে আক্রমণ! দোষারোপের মাঝে বিরাট-পত্নী লিখলেন, ‘যে লড়াই , যে কান্না…’
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
বিরাট টেস্ট ক্রিকেটকে অবসর জানাতে কে কী লিখলেন?
এদিন সৃজিত মুখোপাধ্যায় তাঁর সমাজ মাধ্যমে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে লেখেন, 'যা কিছু নেই, নাই বা হল সব পাওয়া, না পাওয়ার রঙ নাও তুমি, আগামীর রঙ নাও তুমি। বিদায় বিরাট। সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ।'
ভিকি কৌশল এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রিকেটারের অবসর গ্রহণের পোস্ট শেয়ার করেন। সঙ্গে লেখেন, 'তুমি তোমার মতো করেই সবটা করতে, আর সেটা আমরা সত্যিই মিস করব। অনেক শুভেচ্ছা এত অনুপ্রেরণামূলক, দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য। আর সমস্ত স্মৃতির জন্য অনেক ধন্যবাদ চ্যাম্প।'

রণিতা দাস এদিন বিরাটের এই অবসর গ্রহণের কথা শেয়ার করে লেখেন, 'অনেক ভালোবাসি। এবার থেকে আর টেস্ট ম্যাচ দেখব না।' কিছুদিন আগে রোহিত শর্মাও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তারপর এখন বিরাট কোহলি। দুটো মিলিয়েই মন খারাপ অভিষেক বসু। ফুলকির স্যার এদিন তাঁদের একটি ছবি শেয়ার করে লেখেন, 'একটা যুগের অবসান ঘটল।' রবি সাউ এদিন একটি পোস্ট শেয়ার করেছেন বিরাটের অবসরের কথা শেয়ার করে। লেখেন, 'ওহ! আমার ক্যাপ্টেন। টেস্ট ক্রিকেট আর আগের মতো থাকবে না। টেস্ট ক্রিকেটে রাজত্ব চালিয়েছ পুরো বসের মতো । অনেক ভালোবাসি। তুমিই সেই কারণ ছিলে যার জন্য আমি টেস্ট ক্রিকেট দেখা শুরু করেছিলাম।'



আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
বিরাটের অবসর
বিরাট কোহলি এদিন তাঁর অবসরের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের প্রথম পোশাক পরেছিলাম যে তার। সত্যি বলতে আমি কখনও ভাবিনি এই ফরম্যাটের সফর আমায় এখানে নিয়ে আসবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, আমায় তৈরি করেছে, আমায় শিক্ষা দিয়েছে যা আমি আজীবন বহন করব। আমি এখন যখন এই ফরম্যাট থেকে দূরে যাচ্ছি সেটা আমার জন্য সহজ নয়। কিন্তু সঠিক মনে হচ্ছে। আমি আমার সবটা দিয়েছি এটাকে, সেও আমায় অনেক কিছু ফিরিয়ে দিয়েছে আমার প্রত্যাশার থেকেও বেশি।'