টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। বর মাত্র ৩৬ বছর বয়সেই টেস্ট থেকে অবসর ঘোষণা করতেই আবেগঘন বার্তা শেয়ার করলেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে কী লিখলেন কোহলি পত্নী?
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
কী ঘটেছে?
এদিন বিরাটের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন অনুষ্কা শর্মা। কোনও এক টেস্ট ম্যাচের সময় তোলা সেই ছবি। ভারতীয় ক্রিকেটারের পরনে টেস্ট ম্যাচের সাদা পোশাক, অভিনেত্রীও একই রঙের পোশাক পরে রয়েছেন। এই ছবিটি শেয়ার করে তিনি জানান খেলার প্রতি বিরাটের টান, ভালোবাসার কথা।
অনুষ্কা এদিন তাঁর এই পোস্টে লেখেন, 'ওরা রেকর্ড নিয়ে কথা বলবে, মাইলস্টোন নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা যেগুলো তুমি কাউকে দেখাওনি, সেই যুদ্ধগুলোর কথা যেগুলো কেউ দেখেনি, এবং এই অমূল্য ভালোবাসা তুমি খেলার এই ফরম্যাটকে দিয়েছ। আমি জানি এটা তোমার থেকে তোমার কত বড় একটা অংশ নিয়ে নিল। প্রতিটি টেস্ট সিরিজের পর তুমি আরও একটু বুদ্ধিমান, আরও একটু বিনয়ী হয়ে ফিরতে। তোমায় উন্নতি করতে দেখতে পারা আমার কাছে সৌভাগ্যের মতো।'
এদিন অনুষ্কা শর্মা আরও লেখেন, 'আমি সবসময় চেয়েছিলাম যে তুমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই সাদা পোশাকে অবসর নেবে। কিন্তু তুমি তোমার মনের কথা শুনেছ। তাই আমি তোমায় বলতে চাই, তুমি এই বিদায়ের প্রতিটি অংশ অর্জন করেছে।'
স্ত্রীর এই পোস্টে মন্তব্য করেছেন বিরাট। লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। যদিও কোহলির বহু ভক্তরাই তাঁর এই অবসরের সিদ্ধান্তের জন্য অনুষ্কাকে দুষছেন। তিনিই নাকি বিরাটকে বাধ্য করেছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে।
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
বিরাটের অবসর
বিরাট কোহলি এদিন তাঁর অবসরের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের প্রথম পোশাক পরেছিলাম যে তার। সত্যি বলতে আমি কখনও ভাবিনি এই ফরম্যাটের সফর আমায় এখানে নিয়ে আসবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, আমায় তৈরি করেছে, আমায় শিক্ষা দিয়েছে যা আমি আজীবন বহন করব। আমি এখন যখন এই ফরম্যাট থেকে দূরে যাচ্ছি সেটা আমার জন্য সহজ নয়। কিন্তু সঠিক মনে হচ্ছে। আমি আমার সবটা দিয়েছি এটাকে, সেও আমায় অনেক কিছু ফিরিয়ে দিয়েছে আমার প্রত্যাশার থেকেও বেশি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বিরাট কোহলি টি২০ থেকে গত বছরই অবসর গ্রহণ করেছেন ওয়ার্ল্ড কাপ জেতার পর। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। রোহিত শর্মাও কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।