সদ্যই মাতৃদিবস গেল। আর এই বিশেষ দিন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। সেখানেই তিনি তাঁর মায়ের আগে স্ত্রী অনুষ্কা শর্মার ছবি পোস্ট করেন। এরপরই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় এই ভারতীয় ক্রিকেটারকে। পাল্টা জবাবে কী বলছে তাঁর অনুরাগীরা?
আরও পড়ুন: সন্তানকে ভালোবাসলেও 'মাঝে মাঝে মা হতে ইচ্ছে করে না' স্বরলিপির! কী বললেন?
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
কী ঘটেছে?
মাদার্স ডে উপলক্ষে বিরাট কোহলি বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। তাঁর এই বিশেষ দিনে পোস্ট করা তিনটি ছবির মধ্যে প্রথমে আধো আলো অন্ধকারে তোলা ছবিতে ভামিকা বা অকায়কে কোলে নিয়ে অনুষ্কাকে দেখা যাচ্ছে। সন্তানকে কোলে নিয়ে বাগানে হাঁটছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন বিরাট। আর তৃতীয় ছবিতে অনুষ্কার ছোটবেলার ছবি দেখা যাচ্ছে তাঁর মায়ের সঙ্গে। এদিন এই ছবিগুলো পোস্ট করে বিরাট কোহলি লেখেন, 'শুভ মাতৃ দিবস পৃথিবীর সমস্ত মায়েদের। আমি একজনের কোলে জন্মেছি, আরেকজন আমাকে ছেলে হিসেবে মেনেছেন। আর এখন একজনকে দেখেছি শক্তিশালী, আদুরে, আগলে রাখতে পারে এমন একজন মাকে। আমার সন্তানদের মাকে। আমরা তোমায় খুব ভালোবাসি অনুষ্কা।'
বিরাটকে কটাক্ষ
বিরাটের এই পোস্টে অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মাতৃ দিবসের ছবিতে মায়ের ছবিকেই দ্বিতীয় ছবিতে পাঠিয়ে দিয়েছে। আমি তো খুব ইমোশনাল হয়ে গেলাম।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বিরাট কোহলি কেবল নিজের স্ত্রীকে নিয়ে পোস্ট করে, মাকে নিয়ে নয়। অন্তত যতক্ষণ না মাতৃ দিবস আসে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কেবল একটাই লাইন মায়ের জন্য যে তাঁর গর্ভে জন্মেছে! বাকি সব প্রশংসা অনুষ্কার জন্য।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'অনেকে আবার ভাবেন মাতৃ দিবসেও স্ত্রীকে নিয়ে না লিখলেই তুমি খারাপ স্বামী হয়ে যাও।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'সবেতে স্ত্রীকে টানেন কেন? দিনটা তো মায়ের সঙ্গে আপনার সম্পর্কের কথা বলে। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের দিন।'
আরও পড়ুন: বুদ্ধের জীবনের উপর নির্মিত সিদ্ধার্থ জুড়ে সঙ্গম-যৌনতার দৃশ্য! সিমির নগ্ন দৃশ্য উসকে দেয় বিতর্ক
কোহলিকে সমর্থন ভক্তদের
এক ব্যক্তি লেখেন, 'মানুষ যাবে কোথায়? অনুষ্কার ছবি না দিলে তাতেও সমস্যা, মায়ের ছবি দ্বিতীয়তে রাখলে তাতেও সমস্যা।' দ্বিতীয় জন লেখেন, 'এই কমেন্টগুলো পড়লেই বোঝা যায় মানুষের কতটা অবনতি হয়েছে।' তৃতীয় জন লেখেন, 'কোহলির অনুরাগীরা তাঁর সবথেকে বড় শত্রু। এই পোস্টেও খুঁত ধরছে।'
প্রসঙ্গত এদিন কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।