ছোট পর্দায় একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত চরিত্র। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ছিলেন অনেকেই। কিন্তু একটা সময় লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে সরে আসেন। বিয়ে করেন সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাঁদের মেয়ে যখন খুবই ছোট তখন তাঁরা আলাদা হয়ে যান। বর্তমানে নিজের ব্যবসার পাশাপাশি মেয়েকে একা হাতেই বড় করছেন স্বরলিপি। কিন্তু মাতৃদিবসের আগে কেন হঠাৎ বললেন যে তাঁর মাঝে মাঝে মা হতে ইচ্ছে করে না?
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির ঠাকুমার মা! ভাইরাল কর্নেলের পুরনো ভিডিয়ো
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
কী ঘটেছে?
স্বরলিপি সম্প্রতি একটি নতুন পডকাস্ট শো শুরু করেছেন। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ডক্টর ঝুমা বসাক। তাঁর কাছেই নিজের মনের কথা জানিয়ে স্বরলিপি চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'মাঝে মাঝে ইচ্ছে করে না মা হতে। বাচ্চাটাকে ভালোবাসি। কিন্তু যে দায়িত্বগুলো সমাজ থেকে আমার উপর চাপিয়ে দিয়েছে এগুলো ইচ্ছে করে না কান্না পায়।'
স্বরলিপির এই কথা শুনে ঝুমা বসাককে বলতে শোনা যায়, 'তোমার বিরাট সাহস, তুমি এটা বলতে পেরেছ। এটা আমরা সাধারণত কেউ বলি না কারণ মাতৃত্ব আমাদের দেশে পূজনীয়। পারিবারিক ভাবে, সাংস্কৃতিক ভাবে...। তাই আমার কে মাঝে মধ্যে মা হতে ইচ্ছে করে না এটা সবাই বলতে পারেন না। কিন্তু ৯০ শতাংশ মায়ের জীবনের এটা একটা অত্যন্ত গভীর কথা। গভীর ন্যারেটিভ যেটা আমরা কেউ শুনি না। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন বুঝি না যেখানে মা সন্তানকে কোলে নিতে চান না, মেরে ফেলব ভয় পান, আমরা বুঝতে পারি না। মা একজন ছোট্ট মানুষ, আমরা তো তাকে সাপোর্ট করার মতো কিছু করি না।'
তিনি এদিন আরও বলেন, 'মা হয়েছ মানে তুমি এবার শুধু দিয়ে যাবে, শুধু দিয়ে যাবে। তোমার শরীর বদলে গেছে, তোমার মন বদলে গেছে, তোমার জীবন বদলে গেছে, তোমার ঘুমের ধরন বদলে গেছে, তোমার গায়ের গন্ধ বদলে গেছে, সবটা...।'