দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন আমার বস সিনেমার অভিনেত্রীরা। এদিন সেই পর্বের ঝলক প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর প্রেমিকাকে নিয়ে কথা বলছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমার বস ছবির অভিনেত্রী এবং গায়িকা প্রশ্মিতা পাল এসেছেন। গায়িকাকে এই ছবি থেকে ইতিমধ্যে হিট হয়ে যাওয়া গান বসন্ত ডেকেছে আমাকে গাইতে দেখা যাচ্ছে। সেই গানের সুরে সুরে নাচবেন ছবির দুই অভিনেত্রী শ্রুতি দাস এবং ঐশ্বর্য সেন।
এই ৩ তারকার সঙ্গে এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তাঁর সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ছেলে এবং ছেলের প্রেমিকাকে নিয়ে কথা বলতে দেখা যায়।
রচনা এদিন শ্রাবন্তীকে বলেন, 'শ্রাবন্তীর ছেলে যখন বড় হয়েছে, এবার ছেলের প্রেমিকা হবে।' জবাবে নায়িকা বলেন, 'নিশ্চয়ই হবে। আছেও।' তিনি এদিন তারপর একই সঙ্গে জানান, 'আমি ফ্রেন্ড। সবসময় বন্ধু। যে কোনও সম্পর্কে বন্ধুত্বটা খুব জরুরি।' প্রসঙ্গত শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ অভিমন্যু ও দামিনী। ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী সে। ইতিমধ্যেই মানবজমিন ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজও করেছে শ্রাবন্তীর ছেলে।
প্রসঙ্গত আগামী রবিবার ১১ মে, মাতৃ দিবস উপলক্ষ্যে এই অভিনেত্রীরা দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসবেন। রবিবার এই পর্ব রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে।
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির ঠাকুমার মা! ভাইরাল কর্নেলের পুরনো ভিডিয়ো
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে এবং সানডে ধামাকা এপিসোড প্রতি রবিবার রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা রিয়েলিটি শো। সঞ্চালিকা হিসেবে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়।