সমাজ মাধ্যমে ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি অথবা রিল পোস্ট করে থাকেন তিনি। ভক্তদের থেকে অফুরন্ত ভালোবাসাও পান অভিনেত্রী। কিন্তু এবার পুজোর মধ্যেই কলকাতা ছেড়ে অন্যত্র যাওয়ার প্ল্যান করলেন তিনি। শুধু তাই নয়, সমাজ মাধ্যম থেকে দূরে থাকারও সিদ্ধান্ত গ্রহণ করলেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী, যেখানে তাঁকে বলতে শোনা যায় তিনি বেশ কিছুদিনের জন্য কলকাতা থেকে দূরে চলে যাচ্ছেন। এই কয়েকদিন মোবাইল থেকে দূরে থাকবেন তিনি। পারবেন না সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে। তবে কোথায় যাচ্ছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত কিছু না বললেও অভিনেত্রী বলেন, তিনি দক্ষিণ ভারতের পুরনো একটা ক্লাসিকাল যোগা সেন্টারে যাচ্ছেন।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
অভিনেত্রী বলেন, ‘আপাতত কোথায় যাচ্ছি তা না বললেও এসে সবাইকে জানাবো। অনেক ছবি রিল সবকিছু পোস্ট করব তখন। তবে এই ব্যাপারটা এখন গোপন থাক। যোগা ট্রেনিং সেন্টারে যোগা শিখে আপনাদের সকলের সঙ্গে তা শেয়ার করব। চেষ্টা করব সবাইকে কিছুটা গাইড করার।’
অভিনেত্রী আরও বলেন, ‘কীভাবে পেট ভর্তি খেয়েও নিজেকে ধরে রাখতে পারবেন সেটা সকলের সঙ্গে শেয়ার করব তখন। তবে আপাতত একটা লম্বা সময়ের জন্য কলকাতা থেকে আমি দূরে চললাম। ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো কাটিয়ে আসবো।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমাকে যারা ফলো করেন বাদ যারা আমাকে ফলো করেন, তাদের সবাইকে বলব এই কয়েকদিন আপনাদের ভীষণ মিস করবো। আমি জানি আপনারাও আমাকে ভীষণ মিস করবেন। তবে এই কয়েক দিন মোবাইল থেকে আমাকে দূরে থাকতে হবে, কারণ ওখানে মোবাইল নিষিদ্ধ আর মোবাইল থাকলেও হয়তো ইন্টারনেট থাকবে না।’
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই ভাবছেন হয়তো ভবিষ্যতে কোনও যোগা সেন্টার খুলবেন ঊষসী। তবে অভিনেত্রী নিজেও জানাচ্ছেন, তাঁর একটি যোগা সেন্টার খোলার ইচ্ছা আছে তবে যদি সময়ের অভাবে সেটা নাও হয় তবুও তিনি যা শিখেছেন তা সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন।