টানা ৭ মাস অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর আবার সিরিয়ালের ফিরতে চলেছেন অভিনেত্রী অরুনিমা হালদার। সান বাংলা নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’ ধারাবাহিকি অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন শুভরঞ্জন মুখোপাধ্যায়। প্রকাশ্যে এলো ধারাবাহিকের প্রথম প্রমো।
প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের যে প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় জমিদার বাড়িতে চলছে দূর্গাপুজোর আয়োজন। সেই পুজোর দায়ভার স্বেচ্ছাতেই নিজের কাঁধে তুলে নিয়েছে বাড়ির কর্মচারীর কন্যা সোহাগ। একা হাতেই সবকিছু দেখছে সে।
আরও পড়ুন: পরনে নেই কোনও দামী শাড়ি, সাদামাটা পোশাকে ধরা দিলেন শ্রীময়ী, ব্যাপার কী?
আরও পড়ুন: ‘বাঙালি রঘু ডাকাত দেখছে সেটাই বিশাল...', দেবকে কী বললেন বিনোদিনী পরিচালক?
তবে সোহাগের এই কাজকর্ম একেবারেই পছন্দ করে না বাড়ির গিন্নিমা। কিন্তু সোহাগকে কিছু বলতে গেলেই বাধ সাধে জমিদার বাড়ির একমাত্র পুত্র সূর্য। প্রকাশ্য দিবালোকেই মদের নেশায় ডুবে থাকে সে। বাড়ির কাউকেই ভালোবাসে না সূর্য। নেপথ্যে কি কারণ রয়েছে তা পরে জানা যাবে।
সূর্য পরিবারের থেকে দূরে থাকলেও সূর্যকে ভালোবাসার পাঠ পড়াবে সোহাগ। একজন সাধারণ কর্মচারীর মেয়েই কি ধীরে ধীরে হয়ে উঠবে সূর্যের একমাত্র ভালোবাসার মানুষ? সোহাগের ভালোবাসায় কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সূর্যের সমস্ত ঘৃণা? ধারাবাহিকের প্রথম প্রকাশ্যে এলেও এখনও জানা যায়নি কবে থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।
প্রসঙ্গত,জি বাংলায় ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করে যেমন একদিকে মানুষের মন জয় করেছিলেন তিনি তেমন অন্যদিকে ‘বেলা শুরু’ বা ‘বেলা শেষে’ সিনেমায় তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছিলেন অরুনিমা। ‘কুমুদিনী ভবন’ ওয়েব সিরিজে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি।
সাত মাস আগে জন্ডিস হওয়ায় নিজে থেকেই স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। টানা কয়েক বছর কাজ করার পর তাঁর মনে হয়েছিল, বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। তাই বেশ কয়েক মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর পর অবশেষে তিনি আবার স্বমহিমায় ফিরে আসতে চলেছেন ছোট পর্দায়।
আরও পড়ুন: বেগুন ভাজা থেকে পটলের দোর্মা! ‘রক্তবীজ ২’ ছবিকে কীভাবে ব্যাখ্যা করলেন কৌশিক?
আরও পড়ুন: 'আমি তো অতিথি...', নিজের বাড়ির পুজোয় কীভাবে সময় কাটান ডোনা?
উল্লেখ্য, শুভরঞ্জনকে অভিনয় করতে দেখা দিয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে উত্তীয় চরিত্রে। এছাড়া ‘ভারতিয়ানস দা নিউ ব্লাড ছবিতে’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সান বাংলার হাত ধরে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা।