শহরজুড়ে পুজোর আমেজ। ষষ্ঠীর সকাল থেকে চারিদিক জমজমাট। ইতিমধ্যেই দর্শনার্থীরা ঠাকুর দেখতে বেরিয়ে পরেছেন। বাদ যাননি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মেয়ে সানাকে নিয়ে তিনি সারলেন প্রতিমা দর্শন।
আরও পড়ুন: সাইয়ারা ভাগ্য বদলে দিল আহানের! বনশালির ছবির নায়ক হচ্ছেন অনন্যার খুরতুতো ভাই?
আরও পড়ুন: ‘ডাকাত দেখতে হলে দেবী চৌধুরানী দেখুন…’! শুধু রক্তবীজ ২ নয়, প্রসেনজিতের হয়েও গলা ফাটাচ্ছেন কুণাল
ষষ্ঠীর সকালে মহারাজ তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে একটি ভিডিয়ো এবং একটি ছবি দেখা যায়। ভিডিয়োয় দেখা যায় দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মন্ডপ বালিগঞ্জ কালচারালের মন্ডপের মধ্যে ঢাক বাজছে। তার পরের ছবিতেই মেয়ে সানার সঙ্গে দেখা মেলে দাদার।
আরও পড়ুন: 'আমি যৌথ পরিবারে বড় হয়েছি…', ছোটবেলার পুজো নিয়ে যা বললেন কৌশানি
আরও পড়ুন: ‘হাতে কোনো কাজ নেই, আবর্জনা উগড়ে দিচ্ছে…’! দাবাং পরিচালক তাঁকে বলেছেন ‘গুণ্ডা’, কী জবাব সলমনের?
তাঁর পরনে ছিল একটি সাদা রঙের টি-শার্ট। তাঁর সঙ্গে রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন মেয়ে সানা। তিনিও সাদা রঙের কুর্তি পরেছিলেন। কানে হালকা একটি দুল পরেছিলেন। মুখে মেকআপ ছিলই না। একেবারে ন্যাচেরাল লুকে ধরা দেন সানা। মেয়েকে নিয়ে পুজো পরিক্রমা সারেন মহারাজ। ছবি ও ভিডিয়োটি পোস্ট করে দাদা ক্যাপশনে লেখেন, ‘মা দুর্গা, খুবই শক্তিশালী, খুবই সুন্দর। বাংলায় পুজোই হল সেরা সময়।’ তবে এই ফ্রেমে দেখা মেলেনি ডোনা গঙ্গোপাধ্যায়ের।
আরও পড়ুন: কৃষভির প্রথম পুজো! বাবার কোলে চড়ে মা শ্রীময়ীর সঙ্গে প্যান্ডেল হপিং কাঞ্চন-কন্যার
আরও পড়ুন: তিন দিনেই কোটি পার দেবের ‘রঘু ডাকাত’-এর! 'রক্তবীজ ২' কত আয় করল?
সৌরভ গঙ্গোপাধ্যায় এই ছবিটি শেয়ার করতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘জয় মা দুর্গা, কী সুন্দর ছবি।’ আর একজন অনুরাগী লেখেন, ‘শুভ শারদীয়া।’
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ফেব্রুয়ারির মাসে সামাজিক করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। তারপর উইকিপিডিয়া অনুসারে ২০০১ তাঁদের কোলে আসেন মেয়ে সানা। লরেটো স্কুল থেকে ১০+২ পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন সৌরভ কন্যা। UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সানা। বর্তমানে চাকরি করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভ’-এ।