পুজোর বাদ্যি বেজে গিয়েছে। যদিও এখন মহালয়া থেকে শহরবাসী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। তবে পঞ্চমী-ষষ্ঠী থেকে ভিড় আরও বেশি বাড়তে শুরু করে। তবে তাঁর মধ্যে মেয়ে কৃষভিকে নিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।
আরও পড়ুন: 'ছোটি স্ত্রী' সঙ্গেই জুড়ে 'স্ত্রী ৩'-এর গল্প! 'থামা'র ট্রেলার লঞ্চে মুখ খুললেন শ্রদ্ধা
এটা কৃষভির প্রথম পুজো। তবে পুজোর আগে তারকাদের কাজের ব্যস্ততাও বেড়ে যায় তাই খুব স্বাভাবিক ভাবেই কাঞ্চন ও শ্রীময়ীও ব্যস্ত ছিলেন। পাশাপাশি এই বছর পুজোয় তাঁদের ছবি 'রক্তবীজ ২' মুক্তি পেয়েছে। ছবির প্রচার থেকে প্রিমিয়ার সবটাতেই তাঁদের দেখা গিয়েছে। আর সেই সূত্রে প্রায় রোজই তাঁদের সাজগোজ করে বেরোতে হত। যদিও তাঁরা কৃষভিকেও সাজাতেন। তবে খুদেকে সঙ্গে নিয়ে যেতে পারতেন না। তাই শ্রীময়ী তাঁর একটি ভিডিয়োর মাধ্যমে জানান এরপর পুরো পুজোটাই তাঁরা মেয়েকে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে কাটাবেন। আর সেই মতোই পঞ্চমীর সন্ধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পরেন সেলেব দম্পতি।
আরও পড়ুন: শেষ 'কথাগ্নি'র পথ চলা! ‘সব শুরুরই শেষ…’, মন খারাপ পর্দার 'কথা' সুস্মিতার
এই পুজো পরিক্রমার বেশ কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে দেখা যায় লাল পাড় সাদা শাড়িতে শ্রীময়ী তাঁর কানে বড় ঝোলা দুল, গলায় চেন। কপালে টিপ, মাথায় বাঁধা খোঁপা। সব মিলিয়ে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে, একটি আকাশি রঙের টি-শার্ট ও ব্লু জিন্সে নজর কেড়েছিলেন কাঞ্চন। খুদে কৃষভির পরনে ছিল লাল রঙের ফ্রক। মাথায় সে পরেছিল হেয়ার ব্যান্ড। তাঁদের সঙ্গে কাঞ্চনের শাশুড়ি অর্থাৎ শ্রীময়ীর মাকেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: তিন দিনেই কোটি পার দেবের ‘রঘু ডাকাত’-এর! 'রক্তবীজ ২' কত আয় করল?
চেতলা অগ্রনী থেকে ত্রিধারা সম্মেলনী, বালিগঞ্জ কালচারাল সহ দক্ষিণ কলকাতার একাধিক পুজো মন্ডপ ঘুরে দেখেন তাঁরা। ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘আমাদের মেয়ের প্রথম দুর্গা পুজো।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে।