এই বছর পুজোতেও বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। তবে এই সব ছবিগুলির মধ্যে দেবের 'রঘু ডাকাত' ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি 'রক্তবীজ ২' একদিন আগে মুক্তি পায়। একদিকে প্রায় দু' বছর আগে ঘোষণা হওয়া দেবের এই ছবির জন্য অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা। অন্যদিকে, 'রক্তবীজ ২'-এর প্রতীক্ষাও করছিলেন বহু দর্শক। ৪ দিনে ছবিগুলি কে কত আয় করল?
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসার আগেই মধুমিতাকে প্রথম অ্যানিভার্সারির আদুরে বার্তা দেবমাল্যর!
Sacnilk-এর তথ্য অনুযায়ী, প্রথম দিন দেবের ছবি আয় করে ৪৫ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে এই ছবি আয় করে ৩৭ লক্ষ টাকা। তৃতীয় দিনে দেবের ছবি ৫০ লক্ষ টাকা ঘরে তোলে। অন্যদিকে, প্রথম দিন মাত্র ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হয় অঙ্কুশ-আবির-মিমি-ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘রক্তবীজ ২’-এর। কিন্তু দ্বিতীয় দিন থেকে গ্রাফ হতে থাকে উর্দ্ধমুখী। 'রক্তবীজ ২' দ্বিতীয় দিনে বক্সঅফিসে ২৪ লক্ষ টাকা আয় করে। তৃতীয় দিনে প্রায় ৩৪ লক্ষ টাকা আয় করে। এবার প্রকাশ্যে এল চতুর্থ দিনের আয়।
এখনও পর্যন্ত পাওয়া Sacnilk-এর তথ্য অনুযায়ী, চতুর্থ দিনে দেবের ছবি অনেকটা আয় বাড়িয়ে প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গিয়েছে। প্রায় ৬৩ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে এদিন। অন্যদিকে, 'রক্তবীজ ২'ও উর্দ্ধমুখী। তবে তৃতীয় দিনের থেকে চতুর্থ দিনে খুব সামান্যই আয় বেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’-এর। 'রক্তবীজ ২' চতুর্থ দিনে বক্সঅফিসে ৩৮ লক্ষ টাকা আয় করেছে। এই তথ্য অনুয়ায়ী রঘু ডাকাতের আয় তৃতীয় দিনের থেকে অনেকখানি বেশি বেড়েছে।
চতুর্থ দিন রবিবার ছিল তার উপর আবার ষষ্ঠী তাই খুব স্বাভাবিক ভাবেই দুটি ছবিরই আয় অনেকটা করে বৃদ্ধি পেয়েছে। Sacnilk-এর তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চার দিনে ‘রঘু ডাকাত’-এর আয় প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা। যা প্রায় ২ কোটির কাছাকাছি। অন্যদিকে, 'রক্তবীজ ২' -এর চার দিনের আয় প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।
এরপর সোমবার অর্থাৎ আজ মহাসপ্তমী তাই আয় যে আরও অনেকটা বাড়বে তা বলাই বাহুল্য। তাছাড়াও সামনে পুজোর আরও অনেকগুলি দিন বাকি। ফলে সামনে বেশ বড় ছুটি, তাই দুই ছবির আয় যে আরও বেশ অনেকটাই বৃদ্ধি পাবে। তবে এখন দেখার এটাই যে এই ছুটিতে 'রক্তবীজ ২' কি 'রঘু ডাকাত'কে পেরিয়ে যেতে পারে, নাকি শেষ পর্যন্ত এগিয়েই থাকে বাংলার ‘রঘু’।