শাহরুখ খানের আসন্ন ছবি 'কিং'-এর জন্য তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও এই ছবিতে দেখা যাবে। এই ছবির জন্য অপেক্ষার মাঝেই শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ছবিটি ‘কিং’-এর সেট থেকে ফাঁস হয়েছে। শাহরুখের এই ছবিটি দেখে নেটিজেনরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন যে এই ছবিতে শাহরুখ খানকে খুব সুন্দর দেখাচ্ছে।
আরও পড়ুন: 'আমি যৌথ পরিবারে বড় হয়েছি…', ছোটবেলার পুজো নিয়ে যা বললেন কৌশানি
আরও পড়ুন: ‘হাতে কোনো কাজ নেই, আবর্জনা উগড়ে দিচ্ছে…’! দাবাং পরিচালক তাঁকে বলেছেন ‘গুণ্ডা’, কী জবাব সলমনের?
শাহরুখ খানের ছবি ফাঁস!
শাহরুখ খানের এই ছবিটি একটি রেডিট পেজে শেয়ার করা হয়েছে। ছবিতে, শাহরুখ খান তাঁর বাঁ হাতে একটি বন্দুক ধরে আছেন। তিনি কালো চশমা পরে আছেন। তাঁকে একটি কালো স্যুট এবং ফর্মাল জুতো পরে থাকতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, এই ছবিটি 'কিং'-এর সেট থেকে কোনও ভাবে ফাঁস করা হয়েছে। এতে শাহরুখ খানের কিং লুক দেখানো হয়েছে।
আরও পড়ুন: কৃষভির প্রথম পুজো! বাবার কোলে চড়ে মা শ্রীময়ীর সঙ্গে প্যান্ডেল হপিং কাঞ্চন-কন্যার
আরও পড়ুন: 'ছোটি স্ত্রী' সঙ্গেই জুড়ে 'স্ত্রী ৩'-এর গল্প! 'থামা'র ট্রেলার লঞ্চে মুখ খুললেন শ্রদ্ধা
নেটিজেনরা কী বলছেন?
এই ছবিটি দেখে নেটিজেনরা ব্যাপক প্রশংসায় ভরে দিয়েছেন। অন্য একজন নেটিজেন লেখেন, ‘আমি আশা করি ছবিটি আনুষ্ঠানিক ভাবে অন্তত ২ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।’ আর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শাহরুখ খানকে এত অসাধারণ দেখাচ্ছে আমি ছবিটির জন্য অপেক্ষা করতে পারছি না।’ আর একজন লিখেছেন, ‘এখন দীপিকা পাড়ুকোনের ছবিও ফাঁস করুন।’
আরও পড়ুন: তিন দিনেই কোটি পার দেবের ‘রঘু ডাকাত’-এর! 'রক্তবীজ ২' কত আয় করল?
আরও পড়ুন: শেষ 'কথাগ্নি'র পথ চলা! ‘সব শুরুরই শেষ…’, মন খারাপ পর্দার 'কথা' সুস্মিতার
‘কিং’ প্রসঙ্গে বলতে গেলে, এই ছবিতে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করবেন। দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, অভিষেক বচ্চন, সৌরভ শুক্লা এবং জ্যাকি শ্রফের মতো অভিনেতারা এই ছবিতে অভিনয় করবেন বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের