রবিবার ষষ্ঠীর দিন মেয়ে নিসা দেবগন ও ছেলে যুগ দেবগনকে নিয়ে উত্তর বম্বে দুর্গাপুজো প্যান্ডেলে অভিনেত্রী কাজল। মুখোপাধ্যায় পরিবারের পুজো নামেই পরিচিত এটি। আর প্রতিবারই পুজোর কটা দিন মণ্ডপে দেখা যায় রানি থেকে কাজলকে বর-বাচ্চা সমেত।
একটি ক্লিপে দেখা গিয়েছে যে নিসা এবং যুগ ঠাকুরের বেদীর কাছে মাটিতে বসে। আর কাজল অতিথিদের সঙ্গে কথা বলছেন। যুগের সঙ্গে গল্পের ফাঁকে নিসাকে ভাইয়ের কাঁধে মাথা রাখতেও দেখা যায়।
অন্য একটি ভিডিয়োতে, নিসা এবং যুগকে কথ বলতে দেখা যায়। দেখা যায় দিদির কথা শুনে মুখের নানা ধরনের অঙ্গভঙ্গি করছে যুগ। আবার হাসতে হাসতে সে নিসাকে জড়িয়েও ধরে। কাজল, নিসা ও যুগ বেদীর কাছে দাঁড়িয়ে মা দুর্গার থেকে আশীর্বাদও নেয়।
আরেকটি ভিডিয়োতে আবার দেখা যায় ছেলেকে আদর করে চুমু খাচ্ছেন কাজল। মা ও তাঁর দুই সন্তানের এই আদুরে মুহূর্ত মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। দেখুন-
রবিবার ষষ্ঠীর দিন কাজলকে দেখা গেল লাল রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজে। নিসা হলুদ রঙের সালোয়ার স্যুট পরেছিলেন। আর যুগের গায়ে ছিল নীল রঙের কুর্তা আর সাদা রঙের পায়জামা।
শনিবার কাজল, রানি মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায় এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন মণ্ডপে। ২০২৫ সালের মার্চ মাসে অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় প্রয়াত হন। তিনিই মূলত ছিলন এই পুজোর উদ্যোক্তা। একটি ক্লিপে কাজ, রানি, তনিশা ও তাঁদের আরেক বোন শর্বরীকে ভেজা চোখে একে-অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। কাজল গিয়ে সান্ত্বনা দেন অয়নকেও।