হলে রমরমিয়ে চলছে রঘু ডাকাত সিনেমা। দেবের ছবি মানেই এক উত্তেজনা। বিগত কয়েকবছরে দেবের ছবি মুক্তি মানেই বাংলা জুড়ে উৎসব। তবে ওই যে কথাতেই আছে, ‘খ্যাতির বিড়াম্বনা’! তা খাটে অভিনেতা-সাংসদের ক্ষেত্রেও। এবার যেমন রঘু ডাকাত মুক্তির আগে থেকেই একাংশ উঠেপড়ে লেগেছে রঘু ডাকাতকে খাটো করতে। কেউ বলছে ‘সাউথের ছবির নকল’ তো কারও মতে ‘বাজে সিনেমা, বাজে অভিনয়’! এমনকী কিছু বড় বড় নামও সরাসরি রঘু ডাকাতের সমালোচনায় গলা তুলেছে।
তবে দেব স্পষ্ট করেছেন তিনি কোনোভাবেই কোনো রকম নেতিবাচকতায় কান দিতে রাজি নন। তাই তো নিজের অনুরাগীদের ষষ্ঠীর শুভেচ্ছা জানাতে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি। তাও আবার মা-বাবর সঙ্গে।
রঘু ডাকাত লুকেই মায়ের সঙ্গে আদুরে দেব। প্রথমটি তোলা গাড়িতে। দ্বিতীয় ও তৃতীয় ছবিটি সেটে। চতুর্থ ছবিতে আবার দেব ও তাঁর মায়ের পাশে বাবাও। দেব মা-ববার সঙ্গে ছবি দিতেই ভালোবাসায় ভরালেন বন্ধু, অনুরাগীরা। ছবি লাইক করেছেন ইমন চক্রবর্তী, মনামী ঘোষ, শ্রুতি দাস, সোহিনী সরকার, পূজা বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্তরা।
দেখুন দেবের পোস্ট-
দুর্গাপুজো উপলক্ষে বক্স অফিসে মুক্তি পেয়েছে রঘু ডাকাত, রক্তবীজ ২, দেবী চৌধুরানীর মতো বাঘা বাঘা সিনেমা। নিন্দুকদের মতে, শাসক দলের বড় একটা অংশের বিরাগভাজন হয়েছেন দেব বিজেপি-র রূপা গঙ্গোপাধ্যায়, আরজি করের ঘটনার পর শাসক দলের বিরুদ্ধে মুখ খোলা সোহিনী সরকারকে নিয়ে কাজ করায়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে ঘাসফুল দলের কুণাল ঘোষ রীতিমতো রক্তবীজ ২-র প্রচারে অংশ নিচ্ছেন। দেবী চৌধুরানীর প্রশংসা করছেন। আর অন্যদিকে কড়া সমালোচনা রঘু ডাকাতের। এর আগে প্রজাপতি মুক্তির আগেও মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব ও কুণালের কোন্দল এভাবেই চরমে উঠেছিল।
এদিকে বছরের শেষে অর্থাৎ বড়দিনে ফের একবার বক্স অফিসে আসার কথা দেবের। মুক্তির কথা প্রজাপতি ২। যে ছবিতে ফের একবার একসঙ্গে হবেন দেবূ-মিঠুন। দেখার কুণাল বনাম দেবের লড়াই তখন কী মাত্রা নেয়।