মঙ্গল ও গুরু যুতি একাধিক রাশির জাতক জাতিকাকে লাভের মুখ দেখাতে চলেছেন। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে অক্টোবর মাসে আসতে চলেছে সুসময়। অক্টোবর মাসে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো, বাইফোঁটা আর সেই উৎসবের মাসে একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে সুখের সময় আসতে চলেছে। কারা লাকি? রইল রাশিফল।
মেষ
মঙ্গল আর গুরুর যুতিতে আসবে শান্তি সৌহার্দ্য। তারফলে পারিবারিক শান্তি বিরাজ করবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। গাড়ি কেনার সম্ভাবনা থাকতে পারে। নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে। কারোর সঙ্গে মিলতে পারেন। যাঁর সঙ্গে কথা বলে আরাম লাগবে। পড়ুয়ারা এই সময় ভালো কিছু লাভ করতে পারেন।
মিথুন
টাকা পয়সার পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। পৈতৃক ব্যবসা থেকে লাভ পেতে পারেন। ব্যবসা শুরুও করতে পারেন। ব্যবসার জন্য অক্টোবর ভালো সময়। পরিশ্রম থেকে ভালো কিছু লাভ করতে পারেন।
( North Carolina Shooting: জলপথ দিয়ে এসে ডকসাইড রেস্তোরাঁয় গুলি! ভয়াবহ কাণ্ড আমেরিকায়, মৃত ৩)
কর্কট
গুরুর গোচর অক্টোবরে আপনার রাশিতেই হচ্ছে। ফলে, লাভের অংশ আসতে পারে আপনার ভাগ্যেও। মাসিক শক্তি বাড়বে। কেরিয়ারে উন্নতি হবে। পদোন্নতি সম্ভব হতে পারে এই অক্টোবর মাসে। জীবনে কোনও জটিল পরিস্থিতি থাকলে তা মিটে যেতে পারে। শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য পাবেন। ব্যবসায়ীরা ভালো সময়ের মুখ দেখতে পারেন।
মীন
এই সময় ধার্মিক রুচি বাড়বে। মিলবে মানসিক শান্তি। গুরু পঞ্চমভাবে থাকবেন। তাতে প্রেমের সম্পর্কে আসবে উন্নতির রেশ। ধন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। যাঁরা রোজগারের চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। পরিবার ও প্রেমের সম্পর্কে সুখের অনুভূতি আসবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )