পাকিস্তানকে ভারত হারিয়ে দিয়ে এশিয়া কাপ জয়ী হয়েছে। তবে ভারতীয় ক্রিকেটাররা হাতে পাননি এশিয়া কাপ। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এহেন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের পদক্ষেপকে সমর্থন করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এরই সঙ্গে মহসিন নকভিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত মালব্য। বিজেপির তথ্য ও প্রযুক্তি সেলের জাতীয় দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেন, 'ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ও পদক গ্রহণ করতে অস্বীকার করেন কারণ এসিসি প্রধান পদে আছেন মহসিন নকভি। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রধান প্রচারক এই নকভি। আমরা কেবল পাকিস্তানকে মাঠেই হারাইনি, বরং নকভিকে তাঁর আসল জায়গায় বসিয়েছি। এবং নকভি এই ট্রফি দেওয়ার জন্য জেদ ধরে বসেছিলেন।'
উল্লেখ্য, গতকাল পাকিস্তানকে হারাতেই সোশ্যাল মিডিয়ায় বেনজির পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাধারণত ক্রীড়াঙ্গনে ভারতীয় খেলোয়াড়রা ভালো করলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন প্রধানমন্ত্রী। তবে তাতে শুধুমাত্র ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসাই থাকে। প্রতিপক্ষকে নিয়ে কখনও কোনও মন্তব্য বা টিপ্পনি করতে তাঁকে এতবছরে দেখা যায়নি। তবে এই এশিয়া কাপ ফাইনালটি যেন ছিল অন্য জগতের খেলা। আর ভারত সেই ম্যাচ জিততেই পরোক্ষভাবে পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় কার্যত তোপ দাগেন প্রধানমন্ত্রী।
সংক্ষিপ্ত পোস্টে পাকিস্তানকে 'রোস্ট' করে প্রধানমন্ত্রী লেখেন, 'মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সবসময় একই হয় - ভারত জিতে যায়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।' মোদীর এই পোস্টের জবাবে নকভি এবার লিখলেন, 'যদি যুদ্ধ আপনার গর্ববোধের পরিমাপ ছিল, তাহলে ইতিহাসের পাতায় পাকিস্তানের কাছে আপনাদের হার ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। কোনও ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। যুদ্ধকে খেলায় টেনে নিয়ে এসে আপনাদের হতাশা ফুটে উঠছে এবং খেলার স্পিরিটের প্রতি তা অসম্মানজনক।' এদিকে মোদীকে বড় বড় জ্ঞান দেওয়া মহসিন নকভি এর আগে নিজেই বিভিন্ন পোস্টে ভারতের যুদ্ধবিমান ভেঙে পড়ার দাবি করেছিলেন। রোনাল্ডোর ভিডিয়ো পোস্ট করে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন। আর এখন সেই নকভির নাকি স্পিরিট অফ দ্য গেমের কথা মনে পড়ছে।