পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদ উইকেট পাওয়ার পর অনেক সময়ই ঘাড় নাড়িয়ে সাজঘরের দিকে ইশারা করেন ব্যাটারের উদ্দেশে। তাঁর এই উল্লাস অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি করেছে। এমনকী গতকালও সঞ্জু স্যামসনকে আউট করে একই ভাবে ঘাড়ের ইশারায় সঞ্জুকে সাজঘরে পাঠান আবরার। তবে ম্যাচ শেষে এবার ভারতীয় ক্রিকেটারের মজা করার পালা ছিল। আর অর্শদীপ, হর্ষিত রানা, জিতেশ শর্মা সেই সঞ্জুকেই সামনে দাঁড় করিয়ে আবরারের নকল করলেন। অর্শদীপ সেই ভিডিয়ো পোস্ট করেন অর্শদীপ।
এদিকে গতকাল পুরস্কার বিতরণীতে ট্রফি না পেয়েও উল্লাস দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। টি২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মা যেভাবে মেসিকে অনুকরণ করে ট্রফি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন, গতকাল সূর্যকুমার যাদবও খালি হাতে সেই অঙ্গভঙ্গি করেন। তাঁর হাত এমন ভাবে রাখা ছিল, যেন মনে হচ্ছিল তাঁর হাতে ট্রফি আছে। এমনকী ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও হাত উঁচিয়ে উল্লাসে ফেটে পড়েন। পোডিয়ামের পিছনে তখন আগুনের ফুলটি ছুটছে। পরে সোশ্যাল মিডিয়ায় ট্রফির ইমোজির সঙ্গে ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটাররা।
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে তারা। দশম ওভারে গিয়ে ৮৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তারপরও ভালো এগোচ্ছিল পাকিস্তান। ১২.৪ ওভারে পাকিস্তানের স্কোর ছিল এক উইকেটে ১১৩ রান। সেখান থেকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে।
এদিকে ভারত ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে। দুই ওপেনার সহ ভারতের ৩ উইকেট পড়ে যায় মাত্র ২০ রানেই। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা হাল ধরেন। চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন সঞ্জু স্যামসন এবং তিলক। তবে সঞ্জুও আউট হয়ে যান। এরপর শিবম দুবে এবং তিলক ভারতকে টানতে থাকেন। শিবম ২২ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষে রিঙ্কু একটি বল খেলেই উইনিং রান করেন হারিস রউফকে চার মেরে। গতকাল ফাইনালে ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচের নায়ক ভারতের তিলক বর্মা।