দুর্গাপুজো-নবরাত্রির আনন্দে মাতোয়ারা গোটা দেশ। কিন্তু রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল ৮ বছর বয়সী প্রভিতাবান অভিনেতা বীর শর্মার প্রাণ। সোনিস্যাবের শ্রীমদ রামায়ণে পুষ্কল চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত পেয়েছিল সে। বাড়িতে বিধ্বংসী আগুন, সেই আগুনে পুড়েই মৃত্যু হল বীর এবং তাঁর দাদা শৌর্যর (১৬)। রাজস্থানের কোটায় তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে মারা গেছেন দুই ভাই।
বাবা-মা কোথায় ছিলেন? পুলিশ জানিয়েছে, রবিবার রাত ২ টার দিকে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন অনন্তপুরা থানার অন্তর্গত দীপশ্রী বিল্ডিংয়ে তাঁদের চতুর্থ তলার ফ্ল্যাটে দুই ছেলে একাই ছিল। তাঁদের বাবা জিতেন্দ্র শর্মা, একজন কোচিং সেন্টারের শিক্ষক, একটি ভজন প্রোগ্রামে যোগ দিচ্ছিলেন তিনি, অন্যদিকে তাদের মা অভিনেত্রী রীতা শর্মা মুম্বইয়ে ছিলেন। কোটা সিটির পুলিশ সুপার তেজেশওয়ানি গৌতম জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। যার সূত্রপাত ড্রয়িং রুমে।
পুলিশের প্রাথমিক ধারণা আগুনে পোড়ার পরিবর্তে ঘমুন্ত দুই শিশু ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের নিতে না পেরে শ্বাসরোধ হয়ে মারা গেছে। প্রতিবেশীরা ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে দরজা ভেঙে শৌর্য এবং বীরকে উদ্ধার করে। অচৈতন্য অবস্থাতে তাঁদের বার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে বিল্ডিং-এর অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায় প্রতিবেশীরা, দমকল ডাকর প্রয়োজন পড়েনি। পুলিশ জানিয়েছে, ড্রয়িং রুমের আসবাবপত্র পুড়ে গেছে। মুম্বই থেকে রীতা শর্মা আসার পর মৃতদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের ইচ্ছানুযায়ী শিশুদের চোখ আই ব্যাঙ্কে দান করা হয়। বিএনএসএস আইনের ১৯৪ ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আগুন লাগা ও দুই নাবালকের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।