শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডআস অফ বলিউড’ দিয়ে পরিচালনায় পা রেখেছেন। রণবীর কাপুর, ইমরান হাশমি, রণবীর সিং এবং অন্যান্যদের মজাদার তারকা কেমিও থেকে শুরু করে ক্রেজি ক্লাইম্যাক্স পর্যন্ত, ভক্তরা শোটি বেশ পছন্দ করেছেন। এইর মধ্যে, এক রেডিট ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে আরিয়ান তাঁর ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার দিয়েছেন। বিগত বছরকয়েক ধরেই যা ছিল কালো।
রেডিটে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা: ‘আমার মনে আছে তিনি মুক্তি পাওয়ার পর (২০২১ সালের মাদক কাণ্ডের পর ১ মাসের থেকে সামান্য কম দিন জেলে ছিলেন আরিয়ান) প্রোফাইল ফোটো সরিয়ে ফেলেন। আর যখন ওটিটিতে ভালো রিভিউ পাচ্ছে ব্যাডাস অফ বলিউড, তিি ফের প্রোফাইল পিকচার দিয়েছেন। যা প্রমাণ পড়ে, তিনি সেইসময় কতটা ভেঙে পড়েছিলেন এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। আশা করব তিনি খুব জলদি ক্যামেরার সামনে সাক্ষাৎকারও দিতে শুরু করবেন। আদিত্য চোপড়ার (যশরাজ ফিল্মসের মালিক, রানি মুখোপাধ্যায়ের পর) মতো মুখচোরা হবেন না।’

২০২১ সালে এক প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তাঁর বন্ধুদেরকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। সেই সময় এনসিবি-র আধিকারিক ছিলেন সমীর। প্রায় এক মাস সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। এরপর যদিও প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করে আদালত আরিয়ানকে। আর আরিয়ান নিজেও যে সেই অধ্যায় ভুলে জীবনকে নতুন করে শুরু করেছেন, তাঁর প্রমাণ ইনস্টাগ্রামে ফের প্রোফাইল পিকচার ফিরিয়ে আনা।