সাইয়ার-খ্যাত অভিনেতা আহান পান্ডেকে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানশালির মুম্বইয়ের অফিসের বাইরে দেখা গিয়েছে, যা সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনার ঢেউ তুলেছে। বলিউডের নতুন হার্টথ্রব কি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন?
একটি ভিডিয়ো ক্লিপ, যা এখন ইনস্টাগ্রামে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে আহান একটি সাদা মার্সিডিজ থেকে নেমে দ্রুত বানশালির অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করছেন। হালকা রঙের শার্ট এবং ডেনিম প্যান্ট পরা অভিনেতা পিছন থেকে ক্যামেরাবন্দী হয়েছিলেন। যেহেতু মুখ দেখা যায়নি, তাই ক্লিপটির সত্যতা নিশ্চিত করা কঠিন। যদিও তাতে উৎসাহে খুব একটা ভাঁটা পড়েনি আহান-অনুরাগীদের।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড, এটা বিশাল ব্যাপার হবে যদি সত্যি হয় - আহান এবং সঞ্জয় লীলা বনশালি!’ অন্য আরেকজন লেখেন, ‘ওহ ম্যান! সঞ্জয় লীলা বনশালি আর আহান পাণ্ডে? এ তো মারাত্মক কম্বো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘আমি বুঝেইছিলাম যে এটা একটা বড় ব্যাপার হতে চলেছে। এই ছেলেটা ভালো অভিনেতা।’ তবে এখন পর্যন্ত, আহান বা বানশালি কেউই এই খবরে সিলমোহর দেননি।
মোহিত সুরি পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত সাইয়ারা সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন আহান পাণ্ডে। যিনি অভিনেত্রী অনন্যা পাণ্ডের খুরতুতো ভাই। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে ঝড় তুলে দেয় সাইয়ারা সিনেমাটি। ছবিটি বিশ্বব্যাপী ৫৭৯ কোটির বেশি আয় করে আলোড়ন সৃষ্টি করেছিল এবং বিশেষ করে জেন জি দর্শকদের মধ্যে এই সিনেমা জনপ্রিয়তা পায় সবচেয়ে বেশি।
অন্য দিকে, সঞ্জয় লীলা বানশালি বর্তমানে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে নিয়ে তাঁর পরবর্তী ম্যাগনাম অপাস 'লাভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং নিয়ে ব্যস্ত। প্রথম কাজ করবেন রণবীর ও ভিকি কৌশল একত্রে। ছবিটি আগামী বছরের ২০ মার্চ মুক্তির কথা রয়েছে।