সৌভাগ্য পেতে কে না চায়। এই সৌভাগ্য যদি আসে একটি মাত্র ফুলের মাধ্যমে তাহলে কেমন হয়? আজ এই প্রতিবেদনে জানবেন এমন একটি ফুলের কথা যা সঠিক ব্যবহার করলে আপনার ভাগ্য ফিরবে।
ফুলের মধ্যে পদ্মফুলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পদ্মকে ব্যবহার করে যদি বিভিন্ন টোটকা করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য ফিরতে কেউ আটকাতে পারবে না। তবে জানতে হবে এই ফুলের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুন: মহাপঞ্চমী ২০২৫ থেকে ভাগ্য ঘোরাবেন দণ্ডনায়ক শনিদেব! কপাল খুলবে বহু রাশির
বিশিষ্ট জ্যোতিষবিদের মতে, দেবী দুর্গা পদ্মফুল ভীষণ পছন্দ করেন। প্রতি বছর অষ্টমী তিথিতে ১০৮ লাল পদ্ম নিবেদন করা হয় মা দুর্গাকে। এই পদ্মফুল ছাড়া মা দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনিও যদি নিজের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে দুর্গা পুজোর অষ্টমী তিথিতে অন্তত একটি লাল পদ্ম নিবেদন করুন মা দুর্গার কাছে।
মা দুর্গার কাছে পদ্ম অর্পণ করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। শুধু তাই নয়, এই কাজ করলে মঙ্গলের কুপ্রভাব থেকেও মুক্তি পাবেন আপনি। তবে শুধু দেবী দুর্গা নন, দেবী লক্ষ্মীর ভীষণ পছন্দের ফুল এই লাল পদ্ম। তাই প্রত্যেক শুক্রবার যদি একটি করে লাল পদ্মফুল দেবী লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য ফিরতে কেউ আটকাতে পারবে না।
আরও পড়ুন: অতি বড় শত্রুও হার মানবে! মা দুর্গার এই ৩ মন্ত্র জপলেই নাগালে আসবে সুখ ও অর্থ
এছাড়াও বাড়িতে পবিত্র স্থান অর্থাৎ ঠাকুর ঘরের একটি কোণে একটি পাত্রে জল রেখে সেখানে পদ্ম ফুলের চারা রাখুন। এমন কাজ করলে সমস্ত অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে আপনার জীবনে আসবে অর্থনৈতিক সৌভাগ্য। টাকার কোনও সমস্যাই থাকবে না আর জীবনে।
এছাড়াও ভগবান বিষ্ণু এবং পবন পুত্র হনুমানকেও অর্পণ করতে পারেন পদ্ম। যদিও ভগবান বিষ্ণুকে কিন্তু সাদা পদ্ম অর্পণ করতে হয়। তবে বজরংবলীকে লাল পদ্ম অর্পণ করতে পারবেন আপনি। এছাড়াও সাদা পদ্ম অর্পণ করলে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়।