'গোটা বিশ্বের জন্য হুমকি পাকিস্তান।' ফের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইসলামাবাদকে তুলোধোনা করল ভারত। সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান যোগের কথা তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘে ভারতীয় কূটনীতিক রেন্টালা শ্রীনিবাস। এর আগেই বিশ্বমঞ্চে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসবাদকে ঘিরে ভারতের কঠোর বার্তা দেন। তিনি অভিযোগ করেন, কিছু দেশ সীমান্তপারের সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে।
আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রসংঘে সরাসরি ইসলামাবাদকে নিশানা করে ভারতের কূটনীতিক রেন্টালা শ্রীনিবাস বলেন, 'পাকিস্তানের সুনামই তাদের কথা বলে। বিশাল ভৌগোলিক অঞ্চলে সন্ত্রাসবাদের ক্ষেত্রে তাদের ফিঙ্গার প্রিন্ট স্পষ্ট। পাকিস্তান কেবল তার প্রতিবেশীদের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই হুমকি।' এখানেই এস নয়, পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, 'কোনও যুক্তি বা মিথ্যা কখনও টেররিস্তানের অপরাধকে হোয়াইট ওয়াশ করতে পারবে না।' এরপরেই রাষ্ট্রসংঘে পাকিস্তানের সচিব মহম্মদ রশিদ শ্রীনিবাসের মন্তব্যের পাল্টা জবাব দিতে ছুটে আসেন। ক্ষোভ উগরে ‘টেররিস্তান’ শব্দটি ব্যবহারের প্রতিবাদ করে রশিদ বলেন, ভারত রাষ্ট্রসংঘের সদস্য একটি দেশের নাম বিকৃত করছে। তবে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন ভারত অ্যাসেম্বলি হল থেকে বেরিয়ে যায়। শ্রীনিবাস বলেন, এটি ইঙ্গিত দিচ্ছে যে, নাম প্রকাশ না করা একজন প্রতিবেশী সীমান্ত সন্ত্রাসবাদের কথা স্বীকার করে নিয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রসংঘে বিশ্বের তাবড় নেতাদের সামনেই এস জয়শঙ্কর বলেন, 'স্বাধীনতার পর থেকেই ভারত এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছে, কারণ আমাদের প্রতিবেশী দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে, বড় বড় আন্তর্জাতিক জঙ্গি হামলার ঘটনাগুলি সেই একটি দেশেই ঘটে। রাষ্ট্রসংঘের তকমাপ্রাপ্ত জঙ্গিদের তালিকা তাদের নাগরিকদের দ্বারা পরিপূর্ণ।' তিনি সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য পাকিস্তানের নিন্দা করেন এবং বলেন যে, এটি বন্ধ হওয়া উচিত। জয়শঙ্করের কথায়, 'সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে, এমনকী শীর্ষস্থানীয় জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সমগ্র সন্ত্রাসবাদের উপর নিরলস চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলিকে প্রশ্রয় দেয়, তারা দেখতে পাবে যে সন্ত্রাসবাদ তাদের উপর আবারও আঘাত হানবে।' এদিকে রাষ্ট্রসংঘের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনেই পাকিস্তানকে চাঁচাছোলা ভাষায় ধুয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট। রাষ্ট্রসংঘে বক্তব্য পেশের সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ দাবি করেন অপারেশন সিঁদুরের নামে ভারত তাদের উপর কোনও প্ররোচনা ছাড়াই আগ্রাসন চালিয়েছে। কিন্তু তারা চার দিনের সংঘাতে সাফল্য অর্জন করেছে । এর জবাব দিতে গিয়ে ক্ষুরধার আক্রমণ শানান ভারতের কূটনীতিক।