এই ধরনের মর্মান্তিক ঘটনা দেশের জনসমাগম ব্যবস্থাপনার দুর্বলতাকে তুলে ধরে। তামিলনাড়ুতে পদপিষ্ট-কাণ্ডে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।শনিবার করুরে টিভিকে-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের সমাবেশে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১০ শিশু-সহ ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৭০। এদের মধ্যে দু’বছরের এক শিশুও রয়েছে।
তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট-কাণ্ডে ৪০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর। তিরুভনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শশী থারুর বলেন, 'এটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক পরিস্থিতি। আমাদের দেশে জনসমাগম নিয়ন্ত্রণে কিছু একটা ভুল হচ্ছে। প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটছে। আমরা বেঙ্গালুরুর ঘটনা ভুলিনি। বিশেষ করে যখন শিশুদের মৃত্যুর খবর শুনি, তা হৃদয় বিদারক। আমার কাছে প্রশ্ন হল, আমরা জাতীয়ভাবে কীভাবে একটি সুশৃঙ্খল নীতি তৈরি করতে পারি যা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে। মানুষ যখন কোন রাজনীতিবিদ, যিনি সিনেমার তারকা, বা ক্রিকেটারদের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব দেখতে যায়, তখন অবশ্যই কিছু নিয়ম, মানদণ্ড এবং প্রটোকল থাকা উচিত।' তিনি আরও বলেন, 'আমি আন্তরিকভাবে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা বড় জনসমাগম নিয়ন্ত্রণের জন্য খুবই কঠোর নিয়ম ও নিরাপত্তা বিধি গ্রহণ করে, যাতে ভবিষ্যতে আর এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে এবং প্রিয়জনদের ক্ষতি এড়ানো যায়।'
তামিলনাড়ুতে পদপিষ্ট-কাণ্ড
শনিবার ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড় হয়েছিল। তামিলাগা ভেটরি কাজাগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতাকে দেখতে কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ঠাসাঠাসি ভিড়। বেলা যত গড়িয়েছে তত ভিড় জমেছে র্যালিতে। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুর কারুরে। আহত হয়েছেন প্রায় ৭০ জন। অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন। সকলকেই উদ্ধার করে কারুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক পরিস্থিতিতে নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের জন্য ৫০ হাজার টাকা প্রদানের কথাও জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স পোস্টে জানিয়েছে, 'তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিটি মৃত ব্যক্তির পরিজনের জন্য পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'