আগেরদিন নোংরামি করেছিল হ্যারিস রউফ। রবিবার এশিয়া কাপের ফাইনালে রউফকে বোল্ড পালটা ওষুধ দিলেন জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের পেসারের দিকে তাকিয়ে ‘জেট ক্র্যাশ' সেলিব্রেশন করেন ভারতের তারকা পেসার। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফাইনালে অষ্টাদশ ওভারের পঞ্চম বলে পারফেক্ট বলে হ্যারিসকে বোল্ড করে দেন। ফুল ডেলিভারি উড়িয়ে দেয় রউফের অফস্টাম্প। তারপরই সেই জেট সেলিব্রেশন করেন বুমরাহ। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।
আসলে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাউন্ডারির ধারে নোংরামি করেছিল রউফ। মাঠে তখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিল পাকিস্তানি বোলার। তখন ভারতীয় দর্শকদের দিকে ফিরে বিমান পড়ে যাওয়ার মতো করে ইশারা করেছিল এই পাকিস্তানি ক্রিকেটার। আগে রউফ অনুশীলনের সময় ভারতীয় ক্রিকেটার এবং সাংবাদিকদের শুনিয়ে শুনিয়ে '৬-০' বলে চেঁচিয়েছিল।
আর সুপার ফোরের ম্যাচে যখন পাকিস্তানের হাতের বাইরে, তখনও এই ভুলভাল ইশারা করেছিল রউফ। তবে তার জবাব মাঠেই পেয়ে যান। দর্শকরা বিরাট কোহলির নাম নিয়ে রউফকে পালটা তোপ দাগেন। উল্লেখ্য, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রউফের বলে বিরাটের সেই সোজা মারা 'পুল' শট আজও মনে গেঁথে আছে সকলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে খুবই কঠিন পরিস্থিতিতে থেকে ভারতকে জিতিয়েছিলেন বিরাট।
এশিয়া কাপের ফাইনালের প্রথম ইনিংস
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও ফখর জামান দুর্দান্ত শুরু করেন। দু'জনেই প্রথম উইকেটে ৮৪ রান যোগ করেন। সেইসময় ফারহান (৫৭) হাফ-সেঞ্চুরি করতে সক্ষম হন। কিন্তু ফারহান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। এক উইকেটে ১১৩ রান থেকে ১৪৬ রানে অল-আউট হয়ে যায়। শেষ নয় উইকেট হারায় ৩৩ রানে।কুলদীপ যাদব সর্বাধিক চারটি উইকেট নেন। বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট পান।