সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের শুরু থেকেই তুঙ্গে উত্তেজনা। গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পরে এই প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। তার আগে থেকেই ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার, রাজনৈতিক নেতা, আম ভারতীয়রা পাকিস্তানের বরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন। তবে সপ্তাহ দুয়েক আগেও সোশ্যাল মিডিয়া জুড়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটা কমে গিয়েছে। এই আবহে এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ দেশের ১০০-র বেশি সিনেমা হলে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-অতীত থেকে শিক্ষা! দুর্গাপুজোয় হিংসা এড়াতে তৎপর ইউনুস, ময়দানে নামল ‘র্যাব’
আজকের ফাইনাল বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর আগে দুই দল অন্য টুর্নামেন্টের ৫টি ফাইনালে মুখোমুখি হয়েছে।পহেলগাঁও কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের উত্তেজনা ক্রিকেট মাঠেও ছড়িয়েছে। চলিত এশিয়া কাপেও যার প্রতিফলন দেখা গিয়েছে। এশিয়া কাপের গ্রুপ থেকেই মাঠের বাইরে একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানকে হারানোর পরে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটারেরা। পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ভারত বিদ্বেষী অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে। দুই দেশই আইসিসি-র কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ জানিয়েছে। এই বিতর্কের আবহেই বৃহত্তম সিনেমা প্রদর্শক সংস্থা পিভিআর আইনক্স ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান ফাইনাল দেশব্যাপী সিনেমা হলে সরাসরি দেখানো হবে। ১০০ টিরও বেশি স্ক্রিনে সম্প্রচারিত হবে। তৈরি করা হবে স্টেডিয়ামের পরিবেশও। এশীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা এসিসি এবং আইটিডব্লিউ ইউনিভার্সের সাথে যৌথ ভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-অতীত থেকে শিক্ষা! দুর্গাপুজোয় হিংসা এড়াতে তৎপর ইউনুস, ময়দানে নামল ‘র্যাব’
ইন্ডিয়া টুডেকে পিভিআর আইনক্সের উদ্ভাবন, চলচ্চিত্র বিপণন এবং ডিজিটাল প্রোগ্রামিংয়ের প্রধান আমির বিজলি বলেছেন, 'এশিয়া কাপ আমাদের দেখিয়েছে যে ক্রিকেট দর্শকদের কতটা গভীরভাবে সংযুক্ত করে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান প্রথম ম্যাচের সময় মনোমুগ্ধকর পরিবেশ ছিল। বেশ কিছু শহরের সিনেমা হলের ৮০-৯০ শতাংশ দর্শকাসন পূর্ণ হয়ে গিয়েছিল। ভক্তেরা উল্লাস করেছিলেন, প্রতিটি মুহূর্ত দুর্দান্ত ভাবে উপভোগ করছিলেন, ঠিক যেন তাঁরা স্টেডিয়ামের ভিতরেই ছিলেন। আইটিডব্লিউ ইউনিভার্স এবং এসিসি-র সঙ্গে যুগ্ম ভাবে আমরা ১০০-র বেশি সিনেমা হলে একটি সরাসরি ম্যাচের সম্প্রচার করব।' এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইটিডব্লিউ-এর সঙ্গে পার্টনারশিপ রয়েছে পিভিআর আইনক্সের। তাই আজ ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের মতো বিশেষ উপলক্ষ কাজে লাগাতে চাইছে পিভিআর আইনক্স। এর আগে ভারত এশিয়া কাপ জিতেছে ৮ বার। শ্রীলঙ্কা ও পাকিস্তান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছয় ও দুইবার।