নিহতদের জন্য ২০ লক্ষ ও আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়। শনিবার তামিলনাড়ুতে কত পৃষ্ঠার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হন অন্যদিকে আহত হন ৫৬ জনের বেশি। ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক জ্ঞাপন করেন শনিবারের ঘটনায়। তারপরেই রবিবার সকালে বিজয় ঘোষণা করলেন এই ক্ষতিপূরণ।
কী লিখলেন বিজয়?
পদপিষ্টে মৃত্যুর ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে বিজয় বলেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের সকলের মুখ আমার মনে ভেসে উঠছে। যত আমার সেই প্রিয়জনদের কথা ভাবছি, ততই আরও কষ্ট হচ্ছে।’ রবিবার সকালে নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমার হৃদয় ও মন গভীর বেদনায় আচ্ছন্ন। প্রিয়জনদের হারানোর অপার শোকের মাঝে, আমার হৃদয় যে যন্ত্রণা সহ্য করছে তা প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। আমার চোখ ও মন দুঃখে ছেয়ে গিয়েছে।’
(আরও পড়ুন - তামিলনাডু পদপিষ্টের ঘটনায় ৩০ জনের ময়নাতদন্ত শেষ, ক্ষতিপূরণ ঘোষণা CM স্ট্যালিনের
আরও পড়ুন - ট্রাম্পের নজরে 'নোবেল শান্তি' এদিকে, বাংলার পুজোয় ট্রাম্প-রূপী অসুর! ঠিকানা…)
কী বলছে পুলিশ?
করুরের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশন তাঁর নেতৃত্বে। শনিবারের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তামিলনাড়ু পুলিশ প্রধানের বক্তব্য, বিজয় দেরি করে এসেছিল মিছিলে। যে কারণে ভিড় আরও বেড়ে যায়। তামিলনাড়ুর ডিজিপি ইনচার্জ জি ভেঙ্কটরামনের মতে, অভিনেতা-রাজনীতিবিদ সন্ধ্যা ৭:৩০ মিনিটে পৌঁছান। অনুষ্ঠানটি বিকাল ৩টে থেকে শুরু হওয়ার কথা ছিল। এই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশাপাশি পুলিশের দাবি, আয়োজক সংস্থা ১০,০০০ মানুষের ভিড়ের আভাস দিয়ে একটি মাঠ চেয়েছিল। কিন্তু প্রায় তিনগুণ বেশি লোক এসেছিল। প্রসঙ্গত, আয়োজক সংস্থা টিভিকে-র আগের সমাবেশগুলিতে কম ভিড় ছিল।
বাড়ল বিজয়ের নিরাপত্তা
অন্যদিকে করুরের ঘটনার নিরাপত্তা বাড়ানো হয়েছে বিজয়ের। বিজয়ের বাসস্থানের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের রোষের শিকার হতে পারেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়, এই শঙ্কাতেই বেড়েছে প্রহরা। এছাড়া, রাজ্য পুলিশকে সমস্ত টিভিকে জেলা সচিবদের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর পাশাপাশি ডিএমকে-নেতৃত্বাধীন রাজ্য সরকার অভিনেতা-রাজনীতিবিদকে তার সমাবেশে নির্দেশিকা লঙ্ঘন করার জন্য তীব্র সমালোচনা করেছে।