দুর্গাপুজো সবার জন্য এক নয়। কারও কাছে নতুন কিছু শুরুর প্রস্তুতি, কারও কাছে আবার এই উৎসব মানেই ঘরে ফেরা। সারাদিনের ব্যস্ততার মধ্যে অনেকেই আছেন যারা নিজের বাসগৃহে ফিরতেই পারেন না, এই পুজো সেই সুযোগই করে দেয় তাদের।
এই বছর পুজোয় কিছুক্ষণের জন্য হলেও ঘরে ফিরে এলেন মনামী ঘোষ। হলুদ শাড়িতে সেজে নিজের ফাঁকা বাসগৃহে কিছুক্ষণের জন্য সময় কাটালেন তিনি। করলেন স্মৃতি রোমন্থন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে বোঝাই যায় একটি বিশাল বড় বনেদি বাড়ির কন্যা তিনি।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
পুরনো দিনের বাড়ি, বিশাল বড় বারান্দা, বাড়ির বাইরেই উঠোন, পুরনো দিনের গেট, নানা ধরনের গাছ এবং সঙ্গে একটা বড় পুকুর। একেবারে ছোটবেলায় যেমন বাড়ি মানুষ দেখে অভ্যস্ত ছিল ঠিক তেমনি বাড়ির ছবি তুলে ধরলেন অভিনেত্রী।
ছবি পোস্ট করে মনামী লেখেন, ‘সপ্তমী মানে কি হলুদ? সে যাই হোক, পূজো মানে ৫ মিনিটের জন্য হলেও... ফাঁকা বাড়ি হলেও.. বাড়ি ফেরা।’ সত্যি তো, সারা বছর ব্যস্ততার জন্য যে ছোটবেলাকে দেখার সময় পায় না মানুষ, সেই ছোটবেলাতেই ফিরে যাওয়ার একটা আলাদাই অনুভূতি কাজ করে।
সপ্তমীর সকালে একটি হলুদ রঙের জামদানি শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন মনামী। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ। তবে সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল সপ্তমীর সকালেও কিন্তু ‘কল্কি’ সাজেই সেজে ছিলেন তিনি। হাতে নীল আলতা না থাকলেও ছিল নীল চুড়ি। কপালে জ্বলজ্বল করছিল নীল টিপ।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
অভিনেত্রীর এই ছবি দেখে কেউ কমেন্ট করে লিখেছেন,' সূর্যের রশ্মির মতই উজ্জ্বল তুমি। স্নিগ্ধ শান্ত কিন্তু প্রাণ উচ্ছল।' অন্য একজন লিখেছেন, ‘হলুদ রঙের রানী দেখতে লাগছে তোমাকে।’ কেউ কেউ আবার জিজ্ঞাসা করেছেন বসিরহাটে নিজের বাড়িতে কবে এসেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, খুব সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে মনামী অভিনীত মিউজিক অ্যালবাম ‘কল্কি’। এই ভিডিয়োয় হাতে লাল আলতা, কপালে লাল টিপ এবং লাল চুড়ি পরে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কলিযুগে কল্কি রূপে দুষ্টকে বিনাশ করার আঙ্গিকে তৈরি হয়েছিল এই গান।