এই বছরের পুজোটা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য খুবই বিশেষ। কারণ তিনি এবার সন্তানের বাবা। দেবীপক্ষে ছেলের ছবিও প্রকাশ্যে এনেছেন। আর এবার কলকাতার পুজোর আনন্দ গায়ে মেখে কলম ধরলেন পরম। প্রশাসনের প্রশংসাও করলেন।
আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে শালপাতার বাটি হাতে বরের সঙ্গে পুজোয় ফুচকা খেলেন সন্দীপ্তা! রইল ভিডিয়ো
সোমবার তিনি নিজের প্যান্ডেল হপিংয়ের কিছু ছবি দিয়ে লেখেন, ‘রাস্তায় কোটি কোটি মানুষ... তবুও যানজটে থেমে নেই, সব চলছে... হাজার হাজার পুলিশ অক্লান্ত ভাবে রাস্তার সবটা পরিচালনা করছেন। বর্ণ ও ধর্ম নির্বিশেষে মানুষ অপূর্ব সব প্যান্ডেল এবং তাঁর মাঝে অধিষ্ঠিত দেবীর এক ঝলক দেখার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন। বিভিন্ন পুজো কমিটির আয়োজক এবং স্বেচ্ছাসেবকরা, নিদ্রাহীন চোখে প্যান্ডেলের ভেতরে এবং বাইরে দর্শনার্থী এবং অতিথিদের সাহায্য করছেন। সর্বোপরি শিল্প, কল্পনা এবং আনন্দময় কারুশিল্পের উচ্ছ্বসিত প্রদর্শনী! ফ্রেস্কো থেকে শুরু করে বাংলা সাহিত্যের উপর ভিত্তি করে জীবন্ত অভিনয়, সমসাময়িক থিমে মাতৃদেবীকে ব্যাখ্যা করা থেকে শুরু করে সাজসজ্জায় সামাজিক রাজনৈতিক বিবৃতি দেওয়া পর্যন্ত... হ্যাঁ, সব কিছুই আছে!’
আরও পড়ুন: দেবের রঘু ডাকাত নিয়ে নানা নেতিবাচকতার মাঝে দর্শক ভর্তি হলের ছবি প্রকাশ্যে!
তিনি আরও লেখেন, ‘কার্নিভাল কেমন দেখায় তা বুঝতে (এবং ছোটখাটো অনিবার্য ঝামেলা ছাড়া, প্রশংসনীয় ভাবে সু-পরিচালিত!) এবং কেন আমাদের উৎসব ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান করে নিয়েছে তা বুঝতে আপনাকে দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে হবে!'
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছে 'গাঁটছড়া' জুটি গৌরব-শোলাঙ্কি! প্রকাশ্যে 'এলা ও গোরার গল্প' ধারাবাহিকের প্রথম প্রোমো
তিনি পুজোয় প্রশাসনের প্রশংসাও করেন, ‘এমন সময় আসে যখন আমাদের শহর সম্পর্কে অভিযোগ করা হয়, আমরা প্রশাসনের সমালোচনা করি, এবং আমাদের অবশ্যই তা করার অধিকার এবং কারণ আছে! কিন্তু দুর্গা পুজো এমন সময় যখন আপনি আবার কলকাতায় এসে গর্বিত বোধ করেন, দুর্গা পুজোর সময় এই শহরের শক্তি, সম্প্রীতি এবং চেতনার সঙ্গে মিলে যান!'
আরও পড়ুন: চার দিনে কোটি পার 'রক্তবীজ ২'-এর! দেবের ‘রঘু ডাকাত’ ষষ্ঠীতে কত আয় করল?
শেষে তিনি লেখেন, 'পুনশ্চ: শেষ ছবিটি তার একটা নমুনা যে বেশিরভাগ প্যান্ডেল কীভাবে কয়েক মাস ধরে কাজ করা মানুষদের সম্মান করে এবং নামগুলি দেখুন, তারা সমাজের সকল স্তর এবং অংশ থেকে এসেছেন! শুভ মহাসপ্তমী।’