গত বছর পুজোর আগে নিজের প্রেমের খবর প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা সরকার। জানিয়েছিলেন চলতি বছরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ১৫ সেপ্টেম্বর থেকে তাঁর নতুন মেগা শুরু হয়েছে। তার সঙ্গেই চলছে তাঁদের বিয়ের প্রস্তুতি। কারণ পুজোর পরই সাতপাকে বাঁধা পরবেন তাঁরা। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই এক বছর পূর্ণ হল তাঁদের প্রেমের। সেই উপলক্ষ্যে একটি মিষ্টি পোস্ট অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন নায়িকার প্রেমিক।
সোমবার মধ্যরাতে দেবমাল্য মধুমিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যায় গাড়ির মধ্যে তাঁরা। নায়িকার পরনে সাদা ড্রেস। অন্যদিকে দেবমাল্য পরেছেন কালো টি শার্ট। তারপরের ছবিতে অফ হোয়াইট রঙের শাড়িতে ধরা দেন নায়িকা। একদম হালকা মেকআপ, হাতে চুড়ি, গলায় ভারী নেকলেসে বেশ দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে, দেবমাল্যর পরনে ছিল ব্রাউন রঙের শার্ট। ছবি দুটি পোস্ট করে দেবমাল্য ক্যাপশনে লেখেন, ‘নির্ভেজাল উন্মাদনা, অদ্ভুত শান্তি এবং অসীম ভালোবাসা।’
আরও পড়ুন: ৪৩ বছরের জন্মদিন, সাদা হচ্ছে দাড়ি, ভিডিয়ো বার্তায় দেখাতে ব্যস্ত রণবীর, মাঝে এসব কী করল ছোট্ট রাহা!
তাঁর পোস্টের কমেন্ট করে নায়িকা লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি বেবি।’ তাছাড়াও তাঁদের এই পোস্ট দেখে অনুরাগীরাও ভালোবাসায় ভরে দেন। একজন লেখেন, ‘হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, তোমাদের সারাজীবন একসঙ্গে থাকার পথে নিয়ে যাবে!!!’ আর একজন লেখেন, ‘এখন আমি মিথে বিশ্বাস করি... পৃথিবীতে ৭ জন মানুষ দেখতে একই রকম।’ আর একজন লেখেন, ‘হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। এই ভাবেই একসঙ্গে থাক। আরও অনেক সুন্দর সুন্দর বছর তোমাদের জন্য প্রার্থনা করি। শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। সুখে থাকো।’
প্রসঙ্গত, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তাঁর সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। মধুমিতা তাঁর প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটে তাঁদের আলাপ হয়। তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৯ সালে বিচ্ছেদ হয় সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকারের। তারপর দু'জনের পথ আলাদা হয়ে যায়। তারপর ২০২৪ সালে পুজোর আগে নিজেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে।