মুম্বইয়ের দুর্গাপুজোর মধ্যে বরাবরই জনপ্রিয় মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। যেখানে প্রতি বছর ভিড় জমান বলিউড তারকারা। এমনকী, আলিয়া-রণবীররাও এখানে আসেন দুর্গা মায়ের দর্শনে। তবে এবার এই পুজোতেই বিষাদের সুর। কারণ এই পুজোর অন্যতম উদ্যোক্তা, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়কে ছাড়াই করেছেন পুজোর আয়োজন। পিতৃহারা অয়নও চোখে জল নিয়েই সামিল হয়েছেন পুজোতে।
সম্প্রতি বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে যে আবেগের সঙ্গে একে-অপরকে জড়িয়ে ধরছেন রানি মুখোপাধ্যায়, কাজল, তনিশা মুখোপাধ্যায়রা একে-অপরকে। কাজল ও রানির একে-অপরকে জড়িয়ে দেওয়ার ভিডিয়োটি দেখে মন কেমন তাঁদের অনুরাগীদেরও। তনিশাকে খুরতুতো দিদি রানির মাথায় দিতে দেখা যায় আদরের চুম্বন। তাঁদের আরেক খুরতুতো বোন শর্বাণী মুখোপাধ্যায়কেও দেখা গেল।
২০২৫ সালের মার্চ মাসে ৮৩ বছর বয়সে মারা গিয়েছেন অয়নের বাবা। দেব দীর্ঘদিন ধরে পরিবারের দুর্গাপুজো উৎসবের আয়োজন করে আসছিলেন, যার ফলে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হয়েছে এইবারে।
ক্যামেরায় ধরা পড়া হৃদয়গ্রাহী মুহূর্তে কাজল, রানি, তানিশা এবং শর্বাণীকে চোখে জল নিয়ে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। এরপর দেখা যায় কাজল এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন অয়নকে। পঞ্চমীর রাতেই গোটা পরিবার হাজির হয়ে দুর্গা মায়ের মুখ উন্মোচন করেন। ফুল ছিটিয়ে মাকে স্বাগত জানান।
কাজল এদিন লাল ব্লাউজের সঙ্গে একটি কালো রঙের সিল্কের শাড়ি পরেছিলেন। আর রানিকেও দেখা যায় লাল ও কালো ফ্লাওয়ার মোটিফের পাড় দেওয়া একটি সাদা রঙের শাড়ি। তনিশার গায়ে ছিল বেইজ রঙের শাড়ি। আর অয়ন বেছে নিয়েছিলেন সাদা কুর্তা ও পাজামা।