চলতি বছর ৭৯তম বর্ষে পা দিল নর্থ বম্বে সার্বজনীনের পুজো। যা মূলত মুখোপাধ্যায় পরিবারের পুজো নামেই পরিচিত। এই বছর এই পুজোর জৌলুস খানিক ফিকে। কারণ মুখোপাধ্যায় পরিবার এই বছর পুজোর আয়োজন সমালালেও সরাসরি পুজোয় অংশ নিতে পারবেন না। কারণ পরিবারে জোড়া মৃত্যুশোক। তবে পঞ্চমীর রাতে মুখোপাধ্যায় পরিবারের দুই কন্যে কাজল ও রানি সেজেগুজে হাজির হলেন মণ্ডপে।
পুজোর আয়োজন ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখলেন দুই বোন। টিনা ও অঞ্জলির পুর্নমিলন দেখে খুশি ভক্তরা। রানি-কাজল তুতো বোন, তবে দুজনের মনোমালিন্যের কথা একটা সময় চাউর হয়েছিল। সেসব এখন অতীত। এদিন পাপারাৎজিদের ক্যামেরায় হাসিমুখে পোজ দিলেন দুই বোন।
রানি এবং কাজলকে দুর্গা প্রতিমার সামনে বসে থাকতে দেখা গেছে। কাজল এই অনুষ্ঠানের জন্য একটি সোনালি রঙের শাড়ি পরেছিলেন, সঙ্গে কন্ট্রাস্ট করে উজ্জ্বল লাল ব্লাউজ। এদিকে, রানিকে লাল-কালো পাড়ের সাদা শাড়িতে সুন্দর দেখাচ্ছিল।
ভক্তরা প্রতিক্রিয়া ছবিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন: ‘খুব সুন্দর! পুরো কুছ কুছ হোতা হ্য়ায়র রিইউনিয়ন, শাহরুখ থাকলে ষোল কলা পূর্ণ হত’। আরেকজন লেখেন, ‘এক ফ্রেমে দুই বং সুন্দরী। শাড়িতে ওরা কত সুন্দর দেখাচ্ছে’।
সম্রাট মুখোপাধ্যায়ের বাবা রণ মুখোপাধ্যায় এবং অয়নের (মুখোপাধ্যায়) বাবা দেব মুখোপাধ্যায় চলে গিয়েছেন মাত্র দু-মাসের ব্যবাধানে। এর জেরেই মুখোপাধ্যায় পরিবারে অশৌচ। পুজো কমিটির সভাপতি ছিলেন রণ মুখোপাধ্যায়, সচিব পদে ছিলেন দেব মুখোপাধ্যায়। ফলে দুজনের খামতি পূরণ করা অসম্ভব। তবে তাঁদের স্মরণ করে সবকিছু বন্দোবস্তের চেষ্টা করবে তরুণ প্রজন্ম। যদিও এই বছর অ়ঞ্জলি দিতে পারবে না, সিঁদুর খেলতে পারবে না মুখোপাধ্যায় পরিবার।
সম্প্রতি নয়াদিল্লিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রানি, যেখানে তিনি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। আগামিতে মর্দানির নতুন কিস্তি নিয়ে হাজির হবেন আদিত্য ঘরণী।
কাজলকে শেষবার দেখা গিয়েছিল অতিপ্রাকৃত হরর থ্রিলার মা ছবিতে। অন্যদিকে ওটিটি-তে দ্য ট্রায়ালের সিক্যুয়েল নিয়ে হাজির হয়েছেন কাজল। ১৯শে সেপ্টেম্বর জিও হটস্টারে মুক্তি পেয়েছে এই সিরিজ।