এশিয়া কাপ জয়ের পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বড় ঘোষণা। ভারতের টি২০ দলের অধিনয়ক জানিয়ে দিলেন, তিনি তাঁর ম্যাচ ফি সশস্ত্র বাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে তিনি সেই জয় সেনা এবং পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ করেছিলেন। এদিকে সূর্যকুমরের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। যার জেরে সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
ট্রফি জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ম্যাচ ফি দান করার ঘোষণা দিয়ে সূর্যকুমার যাদব লেখেন, 'আমি এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমাদের সশস্ত্র বাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে সাহায্য করার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের নিয়ে সব সময় প্রার্থনা করব। জয় হিন্দ।' এদিকে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে হেরে নিজেদের মতো করে মিথ্যা বলে গেলেন পাকিস্তানি অধিনায়ক। শুধু তাই নয়, গত ১৪ সেপ্টেম্বরের ম্যাচে সূর্যকুমার যাদবের বক্তব্যকে 'মিথ্যা' আখ্যা দিলেন সলমন। এরই সঙ্গে তিনি ঘোষণা করেন, পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের ম্যাচ ফি অপারেশনে সিঁদুরে নিহতদের দান করবেন। এদিকে ভারতীয় সরকার ইতিমধ্যেই বিশ্বের সামনে প্রমাণ তুলে ধরেছে যে অপারেশন সিঁদুরে ১০০-র বেশি জঙ্গি মারা গিয়েছিল। তবে সলমন আলি আঘা দাবি করেন, অপারেশন সিঁদুরে নাকি শিশু এবং মহিলারা মারা গিয়েছিল।
এদিকে সলমন বলেন, এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার তাঁর এবং পিসিবি চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই আবহে সলমন দাবি করেন, সূর্যকে হয়ত 'নির্দেশ' দেওয়া হয় ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলাতে। এদিকে বড় বড় নীতি জ্ঞান দিয়ে সলমন আরও বলেন, পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ভারত তাঁদের অপমান করেনি বরং ক্রিকেটকে অপমান করেছেন। এই সবের মাঝে যখন এক সাংবাদিক সলমনকে সরাসরি প্রশ্ন করেন, খেলার স্পিরিট নিয়ে তো এত কথা বললেন, তবে এর আগে আপনি কি কখনও দেখেছেন যে কোনও অধিনায়ক ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন বা প্রেজেন্টেশন বয়কট করছেন? এই প্রশ্নের জবাবে সলমন আলি আঘা থতমত খেয়ে যান। পরে বলেন, সব কাজেরই প্রতিক্রিয়া হয়। তিনি বোঝাতে চান, সূর্যকুমাররা হাত না মেলানোয় সলমন এই কাণ্ড ঘটান। এদিকে পাকিস্তান কত নীতিবান, তা বোঝাতে সলমন বলেন, আমি একা একা ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম।