রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করল কংগ্রেস। এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে কংগ্রেস। একটি টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন এক এবিভিপি নেতা। এই আবহে গেরুয়া শিবিরের সেই নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাত শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। সেই চিঠিতে বলা হয়, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারে, তাহলে তা লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ, কেরলের প্রাক্তন এবিভিপি সভাপতি ও নেতা প্রিন্তু মহাদেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে বেণুগোপাল দাবি করেন যে মহাদেব বিজেপির মুখপাত্র এবং তিনি একটি মালয়ালম টিভি চ্যানেলে চলমান বিতর্কের সময় তিনি রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন। কংগ্রেস নেতার কথায়, 'হিংসা উস্কে দেওয়ার নির্লজ্জ কাজ করে মহাদেব প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে 'রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে'। এটি ভুল করে বলা কোনও কথাও নয়, অসাবধানতাপূর্ণ কোনও বক্তব্যও নয়। এটি লোকসভার বিরোধীদলীয় নেতার জন্য ইচ্ছাকৃত এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি।'
কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, 'ক্ষমতাসীন দলের মুখপাত্রের এই ধরনের বিষাক্ত শব্দ কেবল রাহুল গান্ধীর জীবনকেই বিপন্ন করে না, সংবিধান, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মৌলিক সুরক্ষা নিশ্চয়তাকেও দুর্বল করে।' এদিকে বেণুগোপাল বলেন, রাহুল গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফকেও তিনি বেশ কয়েকটি চিঠি লিখেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সম্বোধন করে এমন একটি চিঠিও সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি বেণুগোপালের আবেদন, 'আপনারা যদি দ্রুত, নির্ণায়ক এবং প্রকাশ্যে পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার শপথের গুরুতর লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে তা - এর অর্থ, বিরোধী দলের নেতার বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়া হচ্ছে।'