রণবীর কাপুর রবিবার ৪৩ বছর বয়সে পা রাখলেন। আর জন্মদিনের দিন ঘটিয়ে ফেললেন এক বিরল কাণ্ড। বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখেন ঋষি-পুত্র। তবে এবার জন্মদিনের দিন তাঁর থেকে এল এক ভিডিয়ো বার্তা। রণবীর সরাসরি তাঁর ভক্তদের উষ্ণতা এবং কৃতজ্ঞতার সঙ্গে সম্বোধন করছেন, তার মেয়ে রাহা কাপুরের একটি বিস্ময়কর ক্যামিও সহ, যার কণ্ঠস্বর ব্যাকগ্রাউন্ডে শোনা যায়।
রণবীরের লাইফস্টাইল ব্র্যান্ড আর্কস তাদের ইনস্টা স্টোরিতে ভিডিয়ো বার্তাটি শেয়ার করেছেন। ‘হাই, আমি এই মুহূর্তে আমার জন্মদিনে আমার কাছে আসা সমস্ত ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার বয়স আজ ৪৩ বছর হল। আপনি দেখতে পাচ্ছেন, আমার দাড়ি কত পেকে গিয়েছে। এটি বছরের পর বছর বাড়ছে। তবে আমার পরিবারের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার কাজের জন্য এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সবার জন্য আমার হৃদয়ে অনেক কৃতজ্ঞতা। আপনাদের সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে স্পেশাল ফিল করান।’
আর এরই মাঝে ছোট্ট রাহার গলা ভেসে আসে। সে কী বলছে, তা অস্পষ্ট হলেও বেশ মজা পেয়েছে নেটপাড়া। এমনিতেই নটপাড়ার বেশ প্রিয় আলিয়া-রণবীর কন্যা। খুদের মিষ্টি হাসি এবারেও জিতল মন।
সূত্রের খবর, রণবীর ও তাঁর পরিবার ছুটি কাটাতে দেশের বাইরে ছিলেন। রবিবার সকালেই প্রাইভেট চার্টারে করে মুম্বইতে ফিরেছেন। রণবীর নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন। অর্থাৎ কোনো অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ তাঁর নেই। যদিও অভিনেতা একবার নিজের মুখেই শেয়ার করেছেন, বেনামে আছেন তিনি সোশ্যাল মিডিয়াতে।
ছেলের জন্মদিনে মা নীতু কাপুর ইনস্টাগ্রামে রণবীর ও আলিয়ার সঙ্গে নিজের একটি সেলফি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ। তোমাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য।’

কাজের কথা বললে, রণবীরকে পরবর্তীতে সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি লাভ অ্যান্ড ওয়ারে আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে, যা আগামী বছরের ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও নীতেশ তিওয়ারির রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রাম, যেখানে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। ছবির প্রথম পর্ব আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।