বিজেপি কাউন্সিলার সজল ঘোষের পুজো বলে খ্যাত কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে এ বছরের থিম ‘অপারেশন সিঁদুর’ ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনের আগে থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় প্রবল ভিড় শুরু হয়। পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে পহেলগাঁও হামলা ও তারপর ভারতের কড়া জবাব। তবে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার নয়, ভারতীয় সেনাবাহিনীর বীরগাথা দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরার ভাবনা এসেছিল আরও এক বিজেপি নেতা মাথাতেও। তাই মহানগরের সীমানা পেরিয়ে তাঁর উদ্যোগে জেলার মণ্ডপেও পৌঁছে গিয়েছে ‘অপারেশন সিঁদুর’ থিম।
পাক জঙ্গিদের কড়া দেওয়া ভারতীয় সেনার বীরদর্পের কাহিনি দুর্গাপুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।শনিবার রাতে নিজের বালুরঘাট নিউ টাউন ক্লাবের পুজো উদ্বোধন করেন ক্লাবের সভাপতি সুকান্ত মজুমদার। এ বছর এই ক্লাবের পুজো ৭৩ তম বর্ষে পদার্পন করল। 'অপারেশন সিঁদুর' থিমের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানো হয়েছে বলে জানান সাংসদ। সুকান্ত মজুমদারের পাশাপাশি পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বিশ্বরুপানন্দজী মহারাজ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।উদ্বোধনের পর বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লি পাঠাগার থ্রিডি এলইডি লেজারের লাইটের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরে ‘অপারেশন সিঁদুর’-এর কর্মযজ্ঞ। আর এই থ্রিডি লেজার লাইটের শো দেখতে বিকেল থেকেই বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের পুজো মন্ডপের সামনে নামে দর্শনার্থীদের ঢল।
অন্যদিকে, মধ্য কলকাতার ইয়ং বয়েজ ক্লাবের দুর্গাপুজোর এবার ৫৬তম বছর। সেন্ট্রাল এভিনিউ-এর সঙ্গে রবীন্দ্র সরণিকে সংযোগকারী তারাচাঁদ দত্ত স্ট্রিটে এই পুজোর থিম 'অপারেশন সিঁদুর।' পহেলগাঁওয়ে স্বামীর দেহ আগলে বসে থাকা স্ত্রীর হৃদয়বিদারক ছবিটিকে যেমন রাখা হয়েছে, তেমনই পাকিস্তানকে যেভাবে সেনাবাহিনী কড়া জবাব দিয়েছে তা তুলে ধরা হয়েছে পুজোর মণ্ডপে। শিল্পী দেবশঙ্কর মহেশ-এর ডিজাইন করা এই চিত্তাকর্ষক প্যান্ডেলে স্থাপন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের আকর্ষণীয় মডেল, যা সেনার বীরত্বকে প্রাণবন্ত করে তুলেছে জনসমক্ষে। আরও একটি বিশেষ আকর্ষণ হল কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর প্রতিরূপের অন্তর্ভুক্তি, যা সামরিক বাহিনীতে মহিলাদের শক্তি ও নেতৃত্বের প্রতীক। ভাস্কর কুশধ্বজ বেরা দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছেন। প্যান্ডেলের থিম আধুনিক ও দেশপ্রেমিক হলেও, দুর্গাপ্রতিমা গড়া হয়েছে চিরাচরিত শৈলী বজায় রেখেই, যা পুরানো এবং নতুনের মধ্যে একটি সুন্দর মিশ্রণ তৈরি করেছে। এই অনন্য নকশাটি কেবল দেবীকেই সম্মান জানায় না, ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে।