অসুররূপে আবির্ভূত হলেন ডোনাল্ড ট্রাম্প। যে মার্কিন প্রেসিডেন্ট আপাতত নোবেল শান্তি পুরস্কারের দিকে তাকিয়ে রয়েছেন। দাবি করছেন, বিশ্বের একাধিক যুদ্ধ তিনিই থামিয়েছেন! কোনও স্ক্রিপ্টে নয়, বঙ্গেরই এক পুজো মণ্ডপে এমন ট্রাম্প-রূপী অসুরকে দেখা গিয়েছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অসুরের ছবি। যা তাই নিয়ে রীতিমতো দানা বেঁধেছে বিতর্ক। ফেসবুকে একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে শিল্পী অসুরের মুখ তৈরি করছেন।
কী দেখা যাচ্ছে ভিডিয়োতে?
ভিডিয়ো ক্লিপটিতে (যার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) একজন শিল্পীকে 'অসুর' মূর্তির উপর কাজ করতে দেখা যাচ্ছে। লোকটিকে অত্যন্ত মনোযোগ সহকারে মূর্তির উপর ফ্যাকাশে সোনালি চুল ছাঁটতে দেখা যাচ্ছে । পিছনে মা দুর্গা একটি মূর্তিও দৃশ্যমান। ফেসবুক ভিডিও দাবি অনুযায়ী, ট্রাম্প আকৃতির মূর্তিটি শিল্পী অসীম পাল তৈরি করেছেন।
কোন প্যান্ডেলে গেলে যাচ্ছে ট্রাম্পকে?
বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটিতেই এবার অসুরের মুখ ডোনাল্ড ট্রাম্পের আদলে নির্মাণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ‘বিশ্বাসঘাতকতার’ পর তাঁরা এমন একটি থিম ভেবেছেন। আর যেমনি ভাবা তেমনি কাজ। শিল্পী অসীম পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে গিয়েছে ‘ট্রাম্পাসুর’র মূর্তিটি।
আরও পড়ুন - বেদানা ইলিশের স্বাদে জমে যাবে অষ্টমী! মাত্র আধঘণ্টায় রাঁধুন বাড়িতেই, রইল রেসিপি
কেন এই থিম?
কেন এই থিমকে বেছে নেওয়া হল সেই সম্পর্কেও জানিয়েছেন পুজো উদ্যাক্তারা। আয়োজকদের একজন আনন্দবাজারকে বলেন, ‘ট্রাম্প আমাদের উপর যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন, যে ভিসা নীতি চালু করেছেন, তার প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করতেন। ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এজন্যই তাকে একজন অসুর হিসেবে দেখানো হয়েছে।’
কী বলছে সোশাল মিডিয়া?
সোশাল মিডিয়াতে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মূর্তিটি দেখে হাসছেন, আবার কেউ কেউ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেছেন, রাজনীতির জন্য দুর্গাপুজো প্রভাবিত হওয়া উচিত নয়। একজন পোস্টটি শেয়ার করে লেখেন, ‘এটা ঠিক নয়। পুজো কোনও রসিকতা নয়।’ অন্য আরেক ব্যক্তির কথায়, ‘দুর্গাপুজো আজকাল বিনোদন হয়ে উঠছে। আমরা যখন ছোট ছিলাম, তখন ভূত, অসুরদের ভয় পেতাম। এখন যা দেখি তা পুজো নয়, কেবল বিনোদন।’