দুর্গাপুজোয় বিগ বাজেটের যে চারটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ইতিমধ্যেই ‘রক্তবীজ ২’ ছবিটি দেখে ফেলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি সম্পর্কে নিজের মতামতও রেখেছেন তিনি। শিবপ্রসাদ নন্দিতার ছবি দেখার পর তিনি জানিয়েছিলেন, বাকি ছবিগুলি পুজোর পর দেখবেন। তবে নিজের কৌতূহল আটকে না রাখতে পেরে পুজোর মধ্যেই তিনি দেখে ফেলেছেন অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’।
কৌশিক গঙ্গোপাধ্যায় অনীক দত্তের উদ্দেশ্যে লেখেন, ‘প্রিমিয়ারে আমন্ত্রণ করে, অনীকদা ফোনে বলেছিল আর নাকি ছবি বানাতে পারবে না। এটাই নাকি শেষ ছবি! এখন কি ভাবছো তুমি? এত মানুষ তোমার ছবি দেখেছেন, ভালোবেসেছেন! অনেক হাউসফুল শো চারিদিকে। দেবজ্যোতি মিশ্রর অসামান্য টাইটেল গান গাইছে হল ফেরত দর্শক!’
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
পরিচালকের উদ্দেশ্যে অন্য এক পরিচালক লেখেন, ‘তোমার মত মানুষের শরীরটা তো বস নয়, তুমি চলো মগজের জোরে। বাঙালি সংস্কৃতি এবং রুচিকে মর্যাদা দিয়ে তুমি তোমার রসবোধ এবং বিজ্ঞাপনের গোছ দিয়ে বারবার মনোরঞ্জন করেছে দর্শকদের। তুমি মনিটারে বসে থাকলেই সেটা হয়ে উঠবে তোমারই মেজাজের ছবি। কাজেই ছুটি নেই তোমার। পুজো কাটলেই কাগজে-কলমে শুরু হোক তোমার যত কান্ড।’
কৌশিক আরও লেখেন, ‘যত কান্ড কলকাতাতেই সপরিবারে দেখছে অগুনতি দর্শক। পুরনো কলকাতার কিছু ইতিহাসের ছায়ায় আজকে আর পারিবারিক রহস্য গল্প। এই ছবিতে তোমার সেরা পাওনা দেবুদার সঙ্গীত। দেবজ্যোতি মিশ্র সঙ্গীত জগতের অন্যতম একজন পন্ডিত মানুষ। গান বাজনার লেখাপড়াটা যে কতটা জরুরী দেবুদা তার প্রমান।’
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
দর্শকদের উদ্দেশ্যে পরিচালক লেখেন, পুজোর মেজাজে বাংলা ছবি দেখুন ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে। চারটে নতুন ছবি! আমার এখনও দুটো দেখা বাকি। এই মুহূর্তে দেব অভিনীত ছবি ‘রঘু ডাকাত’, বুম্বাদা অভিনীত ‘দেবী চৌধুরানী’, আবির অভিনীত ‘রক্তবীজ ২’ টেক্কা দিচ্ছে একে অপরকে।